Skoda-র গাড়িতে মজেছে দেশবাসী, 2022 সাল গত কয়েক বছরের বিক্রির রেকর্ড ভাঙল!

By :  SUMAN
Update: 2022-11-10 10:46 GMT

যুগোস্লাভিয়ার গাড়ি সংস্থা স্কোডা (Skoda)-র ভারতীয় শাখা বড় ঘোষণা করল। তারা জানিয়েছে ২০২২-এর মধ্যে এদেশে স্কোডা ৫০,০০০ গাড়ি বিক্রির পরিসীমা পার করবে। যার নেপথ্যে রয়েছে এ বছর এখনও পর্যন্ত ৪৪,০০০ যাত্রী গাড়ি বেচাকেনার নজিরবিহীন পরিসংখ্যান। ফলে হাতে থাকা আর দেড় মাসের কিছু বেশি সময়ে বিক্রির পরিমাণ ৫০ হাজার ছুঁতে পারবে বলেই সংস্থার বিশ্বাস। যা এদেশে এখনও পর্যন্ত এক বছরে সর্বাধিক বিক্রির রেকর্ড হতে চলেছে বলে উল্লেখ করেছে স্কোডা।

উল্লেখ্য, ভারতে ব্যবসা শুরুর পর এখনও পর্যন্ত একটি বছরে স্কোডার সর্বোচ্চ গাড়ি বিক্রির অঙ্ক ৩৪,০০০ ইউনিট। এই প্রসঙ্গে সংস্থার বিক্রি ও বিপণন বিভাগের ম্যানেজিং ডিরেক্টর পিটার সল্ক বলেন, “এই বছরটি এখনও পর্যন্ত ভারতে স্কোডার কাছে সবচেয়ে সুন্দর হতে চলেছে। আমরা আমাদের বিক্রি দ্বিগুণ করছি। তাই আমরা এই বছর ৫০,০০০ গাড়ি বিক্রির সীমারেখা পার করবো।”

এদেশে স্কোডার এই বিক্রিতে তাদের জনপ্রিয় মডেল Kushaq ও Slavia গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথমটির পদার্পণের সময় এক বছর পেরিয়ে গেলেও Slavia SUV গত ছ’মাস ধরে এদেশে বিক্রি করা হচ্ছে। উভয় মডেলই প্রতি মাসে গড়ে ২,০০০ ইউনিট করে বিক্রির অবদান রাখে। যাদের জনপ্রিয়তায় ভর করে এদেশে যুগোস্লাভিয়ার সংস্থার ব্যবসায় এতো রমরমা। ভারত হল বিশ্বের মধ্যে সংস্থাটির তৃতীয় বৃহত্তম বাজার।

প্রসঙ্গত, বর্তমানে এদেশে Kushaq ও Slavia-র স্পেশাল এডিশন মডেল লঞ্চের পরিকল্পনা করছে স্কোডা। যদিও তারা ইতিমধ্যেই Kushaq Monte Carlo এডিশনটি লঞ্চ করেছে। যা কম্প্যাক্ট এসইউভি গাড়িটির প্রথম বার্ষিকী এডিশন। তাদের পরবর্তী লঞ্চ হতে পারে Slavia Monte Carlo এডিশন।

Tags:    

Similar News