Tata Motors: কার্ভ ইভি লঞ্চ করার পরেই পুরনো বৈদ্যুতিক গাড়িতে 2 লক্ষ টাকা অব্দি ছাড় দিচ্ছে টাটা
শুধু নতুন গাড়ি লঞ্চ নয়, পুরনো গাড়িতেও বিশাল ডিসকাউন্ট দিয়ে এবার খবরের শিরোনামে টাটা মোটরস (Tata Motors)। আগস্টে নেক্সন ইভি (Nexon EV), পাঞ্চ ইভি (Punch EV), ও টিয়াগো ইভি (Tiago EV) প্রচুর টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে। সম্প্রতি ২০ লক্ষ এসইউভি বিক্রির মাইলস্টোন গড়েছে তারা। সেই সাফল্য উদযাপনের অংশ হিসাবে এই স্পেশাল ডিসকাউন্ট স্কিম। চলুন দেখে নিই টাটার কোন বৈদ্যুতিক গাড়িতে কত টাকা ডিসকাউন্ট মিলছে।
Tata Nexon EV
টাটা নেক্সন ইভি'র টপ স্পেক এমপাওয়ার্ড+ এলআর ভ্যারিয়েন্টে ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত গ্রীন বোনাস মিলছে। অন্যান্য ভ্যারিয়েন্টে যার অঙ্ক ১ লক্ষ থেকে ১.২০ লক্ষ টাকা অব্দি। তবে বেস ক্রিয়েটিভ+ এমআর ভার্সন কেবলমাত্র ২০,০০০ টাকা বোনাসের সঙ্গে উপলব্ধ। ২০২৩ সালের সমস্ত স্টকে আলাদা করে ২৫,০০০ টাকা অতিরিক্ত বোনাস দিচ্ছে কোম্পানি। জানিয়ে দিই, এই ইলেকট্রিক গাড়ির রেঞ্জ ৪৬৫ কিমি ও দাম ১৪,৪৯ লক্ষ থেকে ১৯.৪৯ লক্ষ টাকার মধ্যে।।
Tata Tiago EV
টাটা টিয়াগো ইভি'র এক্সট্রা লং রেঞ্জ ভ্যারিয়েন্টে ৫০,০০০ টাকা পর্যন্ত গ্রীন বোনাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে, হায়ার স্পেক এলআর ভ্যারিয়েন্টে ২৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্য বোনাস মিলছে। এমআর ট্রিমটির উপর ১০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিসকাউন্ট উপলব্ধ। ২০২৩ মডেলের উপর অতিরিক্ত ১৫,০০০ টাকা ছাড় থাকছে। গাড়িটির সার্টিফায়েড রেঞ্জ ৩১৫ কিমি। দাম ৭.৯৯ লক্ষ টাকা থেকে শুরু।
Tata Punch EV
টাটা পাঞ্চ ইভি ৩০,০০০ টাকা পর্যন্ত বেনিফিটের সঙ্গে অফার করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই বছর লঞ্চ হওয়ার ফলে অতিরিক্ত কোনও বোনাস দেওয়া হচ্ছে না। এই ইলেকট্রিক মাইক্রো এসইউভি'র দাম ১০.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৫.৪৯ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। ফুল চার্জে ৪২১ কিলোমিটার (সার্টিফায়েড রেঞ্জ) পর্যন্ত ছুটতে পারে।
তবে মনে রাখবেন, আমরা টাটা মোটরসের এই অফারটি যাচাই করিনি। তাছাড়া, স্থান এবং ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণে হেরফের ঘটতে পারে। তাই বিস্তারিত জানতে সংস্থার নিকটবর্তী শোরুমে যোগাযোগ করার পরামর্শ রইল আমাদের তরফে।