Tata Nexon SUV-র দামে পরিবর্তন, বাড়ল নাকি গ্রাহকদের স্বস্তি দিয়ে কমল দেখে নিন

By :  techgup
Update: 2024-02-09 08:23 GMT

Tata Nexon-এর দামে পরিবর্তন। বর্তমানে দেশের বেস্ট সেলিং কম্প্যাক্ট এসইউভি এটি। গত বছরের সেপ্টেম্বরে গাড়িটির ফেসলিফ্ট ভার্সন আত্মপ্রকাশ করেছিল। তারপর থেকে জনপ্রিয়তা যেন দিন দান বাড়ছে বৈ কমছে না। প্রারম্ভিকভাবে নতুন টাটা নেক্সনের দাম শুরু হয় ৮.০৯ লাখ টাকা থেকে (এক্স শোরুম)। তবে এবার থেকে গাড়িটি কেনার জন্য অতিরিক্ত ২০,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে আপনাকে।

Tata Nexon Facelift-এর দাম বাড়ল

টাটা নেক্সন ছয়টি রঙে উপলব্ধ। ১১ টি ভ্যারিয়েন্ট। এর মধ্যে একেবারে এন্ট্রি লেভেল মডেল অর্থাৎ ফাইভ স্পিড ম্যানুয়াল স্মার্ট পেট্রোলের দাম পূর্বের তুলনায় ৫,০০০ টাকা বেড়েছে। অন্যদিকে, বাকি ভ্যারিয়েন্টগুলি কেনার ক্ষেত্রে গ্রাহকদের বাড়তি ১০,০০০ টাকা গুনতে হবে। আর ডুয়েল টোনের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দাম সর্বাধিক ২০,০০০ টাকা বেড়েছে।

Tata Nexon Facelift: ইঞ্জিন স্পেসিফিকেশন

টাটা নেক্সনে ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি রয়েছে ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন। প্রথমটি থেকে সর্বোচ্চ ১১৮ বিএইচপি ক্ষমতা এবং ১৭০ এনএম টর্ক তৈরি হয়। আর ডিজেল ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ১১৩ বিএইচপি এবং ২৬০ এনএম।

ইঞ্জিনকে যোগ্য সঙ্গত করার জন্য রয়েছে একাধিক ট্রান্সমিশন অপশন। ম্যানুয়ালের মধ্যে ফাইভ ও সিক্স স্পিড বিকল্প মিলবে। এছাড়াও সিক্স স্পিড এএমটি (AMT) এবং সেভেন স্পিড ডিসিটি (DCT) গিয়ারবক্স রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সম্প্রতি ভারত মোবিলিটি এক্সপো ইভেন্টে নেক্সন সিএনজি উন্মোচিত হয়েছে। দেশের প্রথম সিএনজি গাড়ি হিসাবে টার্বো ইঞ্জিন পেয়েছে এটি।

Tags:    

Similar News