Tata Punch: সবার পছন্দ এই গাড়ি, সবচেয়ে সস্তা মাইক্রো এসইউভি-র বিক্রিতে নতুন রেকর্ড
Tata Motors বিগত ২০২১ সালের অক্টোবরে তাদের সবচেয়ে সস্তা মাইক্রো এসইউভি হিসাবে Punch লঞ্চ করেছিল। কমে দামে ফাইভ স্টার সেফটি রেটিং, বিল্ড কোয়ালিটি ও আধুনিক ফিচার্সের কারণে অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে গাড়িটি। Nexon এর পরেই এটি সংস্থার অন্যতম বেস্ট সেলিং মডেল। আবার খুব সম্প্রতি টাটা পাঞ্চ ভারতে ১.৭৫ লক্ষ ইউনিট বিক্রির মাইলস্টোন স্পর্শ করেছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এই নতুন কৃতিত্ব অর্জনের নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। নিচে সেগুলির বিস্তারিত বিবরণ রইল।
সুরক্ষা
টাটা পাঞ্চ গাড়িটি ALFA-ARC প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। Altroz-এর ক্ষেত্রেও যেটি ব্যবহার করা হয়েছে। গ্লোবাল এনক্যাপ থেকে গাড়িটি প্রাপ্তবয়স্কদের ও শিশু যাত্রীদের জন্য যথাক্রমে ৫ ও ৪-তারার রেটিং প্রাপ্ত। এর সুরক্ষা ফিচারের তালিকায় রয়েছে – ডুয়েল এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা, কর্নারিং ল্যাম্প এবং ISOFIX চাইল্ড মাউন্ট।
দাম
দামের প্রসঙ্গে বললে, Tata Punch তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় যথেষ্ট সাশ্রয়ী মূল্যে উপলব্ধ। বর্তমানে ভারতের বাজারে গাড়িটির দাম ৬ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। এবং এর প্রিমিয়াম মডেলটি কিনতে ৮.৮৭ লক্ষ টাকা খরচ পড়ে। এগুলি গাড়িটির এক্স-শোরুম প্রাইস।
Tata Punch স্পেসিফিকেশন ও ফিচার্স
Tata Punch মোট চারটি ট্রিমে বেছে নেওয়া যায় – পিওর, অ্যাডভেঞ্চার, অ্যাকমপ্লিস্ড এবং ক্রিয়েটিভ। Tiago ও Tigor-এর মতো এতেও দেওয়া হয়েছে একটি ১.২ লিটার, ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড এএমটি ট্রান্সমিশনে উপলব্ধ গাড়িটির আউটপুট – ৮৪ বিএইচপি শক্তি, এবং ১১৩ এনএম টর্ক।
বিভিন্ন ফিচারের প্রসঙ্গে বললে, পাঞ্চে-এ উপস্থিত একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, অটো এয়ার কন্ডিশনিং, কানেক্টেড কার টেকনোলজি, অটোমেটেড হেডলাইট, ক্রুজ কন্ট্রোল এবং একটি ৭-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। মাইক্রো এসইউভি মডেলটি সাতটি ডুয়েল-টোন কালারে বেছে নেওয়া যায় – ব্ল্যাক রুফ সহ অ্যাটোমিক অরেঞ্জ, হোয়াইট রুফ সহ টর্নেডো ব্লু, হোয়াইট রুফ সহ ক্যালিপশো রেড, ব্ল্যাক রুফ সহ অর্কাস হোয়াইট, ব্ল্যাক রুফ সহ ডেটোনা গ্রে, ব্ল্যাক রুফ সহ ট্রপিকাল মিস্ট এবং ব্ল্যাক রুফ সহ মিটিওর ব্রোঞ্জ।