এসইউভি-র জনপ্রিয়তা এখন মধ্যগগনে। বিশেষ করে সবচেয়ে ভালো বাজার কম্প্যাক্ট এবং মিড সাইজ মডেলগুলির। গত মাসে বিক্রিবাটার পরিসংখ্যানও সে কথাই বলছে। বিক্রির নিরিখে গত মাসে এসইউভি মার্কেটে শীর্ষস্থানে রয়েছে দেশের অন্যতম সুরক্ষিত চার চাকা Tata Punch। ২০২৪-এর ফেব্রুয়ারিতে গাড়িটির ১৮,৪৩৮ ইউনিট বিক্রি হয়েছে। যা গত বছর একই সময়ের তুলনায় তুলনাস্বরূপ ৬৫% বেশি।
Tata Punch ফেব্রুয়ারি মাসের বেস্ট সেলিং SUV
তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে Maruti Suzuki Brezza। গত মাসে ১৫,৭৬৫টি ব্রেজার চাবি গ্রাহকদের হাতে তুলে দিতে পেরেছে মারুতি সুজুকি। তিন নম্বরে থাকা Hyundai Creta-র গত মাসে ১৫,২৭৬ ইউনিট বিক্রি হয়েছে। ১৫,০৫১ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার চার নম্বর উঠে এসেছে Mahindra Scorpio। আগের বছর একই সময়ের তুলনায় ৮,১০১ ইউনিট বেশি বিক্রি হয়েছে।
অন্যান্য মাসের তুলনায় বিক্রির নিরিখে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে Tata Nexon। পরিসংখ্যান বলছে আগের মাসে বিক্রি হয়েছে ১৪,৩৯৫ ইউনিট। যে কারণে তালিকার পঞ্চম স্থান নেমে এসেছে এটি। পরবর্তী স্থানে দেখা গেছে মারুতির অন্যতম জনপ্রিয় গাড়ি Fronx-কে। গত মাসে বিক্রি হয়েছে ১৪,১৬৮টি। সাত নম্বরে Maruti Suzuki Grand Vitara। গত মাসে গাড়িটির ১১,০০২ ইউনিট বেচেছে কোম্পানি। যেখানে আগের বছর ওই সময় বিক্রির অঙ্ক ছিল ৯,১৮৩ ইউনিট।
আট নম্বরে বিরাজমান Kia Sonet। আগের মাসে এটি ৯,১০২ জন গ্রাহকের গ্যারাজে জায়গা করে নিয়েছে। আর সবশেষে নবম এবং দশম স্থানে জায়গা দখল করেছে যথাক্রমে Hyundai Venue ও Hyundai Exter। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গাড়ি দু'টির বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ৮,৯৩৩ ইউনিট ও ৭,৫৮২ ইউনিট।