Mahindra Scorpio: কাঁপিয়ে দিল স্করপিও! মাহিন্দ্রার বেস্ট সেলিং এসইউভির লিস্টে উঠে এল এক নম্বরে
ভারতের এসইউভি (SUV) গাড়ির দুনিয়ায় যে সংস্থার নাম না নিলে পুরো সেগমেন্ট অপূর্ণ থেকে যায়, তা হচ্ছে মাহিন্দ্রা (Mahindra)। এ বছর অক্টোবরে ভারতের বাজারে দেদার বিকিয়েছে তাদের সেরা কয়েকটি মডেল। যার সুফল ভোগ করছে কোম্পানি। অক্টোবর মাসে তারা মোট ৪৩,৭০৮ ইউনিট এসইউভি বিক্রি করতে পেরেছে, যা এখনও পর্যন্ত সংস্থার ইতিহাসে সর্বাধিক। চলুন আগের মাসে তাদের সর্বাধিক বিক্রিত তিনটি সেরা এসইউভি মডেল সম্পর্কে জেনে নেওয়া যাক।
Mahindra Scorpio
ভারতের বাজারে বিগত বেশ কয়েক বছর ধরে Mahindra Scorpio বিক্রি হয়ে আসছে। বর্তমানে সংস্থার পোর্টফোলিওতে এটি হচ্ছে সর্বাধিক পথ অতিক্রমকারী মডেল। স্করপিও রেঞ্জে বর্তমান – Scorpio-N ও Classic। এই মডেল দুটি সম্মিলিতভাবে গত মাসে মোট ১৩,৫৭৮ ইউনিট বিক্রি হয়েছে, যা আগের বছর ওই সময়ের তুলনায় ৮৩% বেশি।
Mahindra Bolero
Scorpio-র মতো Bolero-র প্রতিপত্তি দেখেও ঈর্ষান্বিত হয় প্রতিপক্ষরা। এটিও বেশ পুরনো মডেল। শহরাঞ্চলের মানুষের অতি প্রিয় গাড়ি এটি। বোলেরো রেঞ্জে বর্তমান – Bolero ও Bolero Neo। মডেল দুটি আগের মাসে ৯,৬৪৭ ইউনিট বেচেছে সংস্থা। যেখানে ২০২২-এর অক্টোবরে বিক্রি হয়েছিল ৮,৭৭২ ইউনিট। ফলে এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ১০%।
Mahindra XUV700
ফ্ল্যাগশিপ মডেল Mahindra XUV700-এ রয়েছে গাদা গুচ্ছের প্রযুক্তি এবং অ্যাডাস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) ফিচার। উত্তরসূরি XUV500-এর বদলে বাজারে এসেছিল XUV700। অক্টোবর ২০২৩-এ ৯,২৯৭টি এই গাড়ি বিক্রি হয়েছে। আগের বছরের তুলনায় বিক্রি ৬০% বেড়ে