Electric Bike: স্পিড-মাইলেজে কাঁপিয়ে দেবে, এই 3 ইলেকট্রিক বাইকে গোটা দেশের নজর

By :  SUMAN
Update: 2023-08-23 14:56 GMT

বিগত ক’বছর ধরে ভারতের বৈদ্যুতিক যানবাহনের বাজার ক্রমশ পাকাপোক্ত হচ্ছে। যেখানে নেতৃত্ব প্রদান করে চলেছে ইলেকট্রিক টু-হুইলার। বিশেষত বৈদ্যুতিক স্কুটার দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বেছে নিচ্ছেন। যদিও ইদানিং বেশ কিছু সংস্থা মোটরসাইকেলেও বিদ্যুতায়ন ঘটিয়েছে। অত্যাধুনিক ফিচার ও নজরকাড়া ডিজাইনে লঞ্চ হচ্ছে এগুলি। বিগত ক’মাসে ভারতের বাজারে একাধিক বৈদ্যুতিক মোটরসাইকেল লাঞ্চ করেছে এবং আগামীতেও ওলা ইলেকট্রিক (Ola Electric), টর্ক মোটরস (Tork Motors)-এর মতো সংস্থাগুলি নিজেদের ই-বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। চলুন ভারতে আসন্ন স্টাইলিশ ই-বাইকগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Ola Electric Motorcycles

২০২৪-এর মধ্যে ওলা ইলেকট্রিক চারটি বৈদ্যুতিক মোটরসাইকেল লাঞ্চ করবে। এগুলি প্রতিটি আলাদা সেগমেন্টের। স্টাইল অনুযায়ী এদের নামকরণ করা হয়েছে। যেমন – Ola Diamondhead, Ola Roadster (স্ট্রিট ফাইটার), Ola Cruiser (ক্রুজার) ও Ola Adventure (অ্যাডভেঞ্চার)। যদিও Diamondhead মডেল পুরোদস্তুর নতুন সেগমেন্টের। এটি ওলার ফ্ল্যাগশিপ ই-বাইক। এগুলির প্রতিটি কনসেপ্ট ভার্সনে হাজির হয়েছে।

Tork Kratos X

Totk Motors এবছর অটো এক্সপো-তে Kratos X দেখিয়েছিল। Kratos-এর এই নয়া ভার্সনে আরও বেশি রেঞ্জ, আরামদায়ক রাইডিংয়ের অভিজ্ঞতা এবং পারফরম্যান্স মিলবে বলে সংস্থার দাবি। স্পোর্টি কমিউটার মোটরসাইকেলটিতে থাকছে অ্যান্ড্রয়েড চালিত নেভিগেশন প্রযুক্তি সহ একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। Kratos R-এর মতো Kratos X-এও চালিকাশক্তি সরবরাহ করবে একটি ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হবে। সম্পূর্ণ চার্জে যেটি ১২০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এ বছরের শেষের দিকে বাজারে লঞ্চ হতে পারে বাইকটি।

Kabira Mobility KM 5000

Kabira Mobility-এর আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেল KM 5000 ইতিমধ্যেই ক্রেতাদের মনোযোগ আদায় করতে পেরেছে। এটি রেট্রো ববার ডিজাইন সমেত এবছরই বাজারে উপস্থিত হবে। সংস্থার দাবি, তাদের এই মডেলটি দেশের মধ্যে দ্রুততম ইলেকট্রিক বাইক হতে চলেছে। আবার দেশের মধ্যে প্রথম ই-বাইক হিসেবে এটি সিঙ্গেল সুইং আর্ম ডিজাইন সমেত আসবে। বাইকটির সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘন্টায় ১৮৮ কিলোমিটার। আবার ফুল চার্জে ৩৪৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ তুলতে পারবে বলে দাবি করেছে কোম্পানি।

Tags:    

Similar News