Upcoming Bikes: বাজার মাতবে ইয়ামাহার বাইকে, এই 3 নতুন মডেলে সকলের নজর

পারফরম্যান্স ও স্টাইলিংয়ের জন্য ইয়ামাহা (Yamaha) কোম্পানির বাইক ও স্কুটারগুলি ব্যাপক জনপ্রিয়। ট্রাক ওরিয়েন্টেড মডেল থেকে শুরু করে প্রতিদিন চালানোর উপযুক্ত নানা দু’চাকা গাড়ি রয়েছে জাপানি সংস্থাটির ঝুলিতে। ভারতে বর্তমানে এক ডজন মডেল বিক্রি করে ইয়ামাহা। যার মধ্যে দুটি পুরোদস্তুর স্পোর্টস বাইক। এছাড়া, বিভিন্ন অটো পোর্টালের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে ইয়ামাহার তিনটি নতুন টু হুইলার ভারতে আসতে পারে। কেমন হবে সেগুলি, চলুন দেখে নেওয়া যাক।

Yamaha XSR155

Yamaha XSR155 আগামী বছর ভারতে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। দাম ১,৩৬,০০০ থেকে ১,৪০,০০০ টাকার মধ্যে থাকার সম্ভাবনা। বর্তমানে আর্ন্তজাতিক বাজারে বিক্রিত এই নিও-রেট্রো বাইকে ১৫৫.৫ সিসি ইঞ্জিন আছে, যার আউটপুট ১৯ বিএইচপি এবং ১৪.৭ এনএম।

Yamaha NMAX

Yamaha NMAX একটি অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত ম্যাক্সি স্কুটার। ইন্দোনেশিয়ার বাজারে সেই ২০১৫ সাল থেকে এই মডেলটি বিক্রি করছে ইয়ামাহা। এবিএস ও নন-এবিএস – উভয় ভার্সনেই এটি উপলব্ধ। উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ট্রাকশন কন্ট্রোল এবং স্মার্ট কি সিস্টেম।

Yamaha Tracer 900GT

অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেলের জনপ্রিয়তা বৃদ্ধির মুহূর্তে ইয়ামাহা একটি নতুন বাইক আনতে চলেছে। ৭৪৭ সিসি ইঞ্জিন সহ Yamaha Tracer 900GT-এর আউটপুট হবে ১১৩ বিএইচপি এবং ৮৭.৫ এনএম। ১৩৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স যুক্ত মডেলটির কার্ভ ওয়েট ২১৪ কেজি। এতে উপস্থিত একটি ১৮ লিটার ফুয়েল ট্যাঙ্ক। গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, ট্রাকশন কন্ট্রোল, ইউএসডি ফ্রন্ট ফর্ক, সলিড বিল্ট কোয়ালিটি, দুর্ধর্ষ ডিজাইন ও আরামদায়ক রাইডিং। ভারতের বাজারে এই বাইকের মূল্য ৮-৯ লক্ষ টাকা রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।