প্রেম-পড়াশোনা জমে ক্ষীর, কলেজ স্টুডেন্টদের জন্য বাইকের থেকেও সেরা এই 5 স্কুটার

By :  SUMAN
Update: 2023-07-20 08:56 GMT

স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখা মাত্রই পড়ুয়াদের মধ্যে দু'চাকা গাড়ি চালানোর তীব্র বাসনা দেখা যায়। যার মধ্যে স্টাইলিশ স্কুটারের প্রতি দুর্বলতা বেশি নজরে পড়ে। যার অন্যতম কারণ বাস্তবিকতা ও সাশ্রয়ী মূল্য। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শীঘ্রই নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। প্রতিবারের ন্যায় তাই এবারও টু হুইলারের শোরুমগুলিতে জীবনের প্রথম স্কুটার কেনার জন্য কলেজ পড়ুয়াদের ভিড় জমাতে দেখা যাবে। তাই এই প্রতিবেদনে কলেজের ছাত্র ছাত্রীদের জন্য ১২৫ সিসির সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে আলোচনা করা হল।

TVS Ntorq 125

বর্তমানে এদেশে স্টাইলিশ স্কুটার হিসাবে TVS Ntorq 125-এর আকাশ ছোঁয়া চাহিদা। হাইটেক ফিচার ও স্পোর্টি লুক ক্রেতাদের আরও বেশি করে আকৃষ্ট করে। স্কুটারটিতে রয়েছে একটি ১২৪.৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড RT-Fi ইঞ্জিন। সিভিটি যুক্ত মোটর থেকে ৯.২ বিএইচপি শক্তি এবং ১০.৫ এনএম টর্ক পাওয়া যায়। Ntorq 125-এর ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম ৮৪,৫৩৬ টাকা থেকে ১.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Suzuki Access 125

শক্তিশালী ইঞ্জিন সহ Suzuki Access 125 একটি অতি জনপ্রিয় স্কুটার। এর বর্তমান বাজার মূল্য ৭৯,৪০০ টাকা থেকে ৮৯,৫০০ টাকা (এক্স-শোরুম)। এতে দেওয়া হয়েছে একটি ১২৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। সিভিটি যুক্ত ইউনিট থেকে ৮.৫ বিএইচপি এবং ১০ এনএম টর্ক উৎপন্ন হয়।

Honda Dio 125

হোন্ডা সদ্য ভারতের বাজারে ১২৫ সিসি ভার্সনে তাদের Dio লঞ্চ করেছে। স্টাইলিশ এই স্কুটারটির দাম ৮৩,৪০০ টাকা থেকে ৯১,৩০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এতে উপস্থিত একটি ১২৩.৯৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড পাওয়ারট্রেন। এটি থেকে ৮.১৯ বিএইচপি পাওয়ার এবং ১০.৪ এনএম টর্ক উৎপাদিত হবে।

Yamaha Fascino 125

এদেশে বিক্রিত হালকা ওজনের ১২৫ সিসি স্কুটারের মধ্যে অন্যতম জনপ্রিয় মডেল হল Yamaha Fascino। নজরকাড়া ডিজাইনের এই মডেলে রয়েছে একটি ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, স্মার্ট মোটর জেনারেটর সিস্টেম সহ ইঞ্জিন। যা থেকে ৮.০৪ বিএইচপি পাওয়ার এবং ১০.৩ এনএম টর্ক মেলে। Fascino 125-এর মূল্য ৭৯,১০০ টাকা থেকে ৯২,৮৩০ টাকা (এক্স-শোরুম)।

Vespa VXL/SXL 125

তালিকার সর্বশেষ মডেলটি হল Vespa 125। Vespa VXL 125 ও Vespa SXL 125-এর দাম যথাক্রমে ১.৩২ লক্ষ টাকা ও ১.৩৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। চাকায় গতি আনতে এতে দেওয়া হয়েছে একটি ১২৪.৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ইনজেক্টেড ইঞ্জিন। সিভিটি ইউনিট সহ মোটরটি থেকে ৯.৮ বিএইচপি পাওয়ার এবং ৯.৬ এনএম টর্ক উৎপন্ন হয়।

Tags:    

Similar News