7 Seater Cars: পুরো পরিবার এক গাড়িতে, পুজোয় ঘোরার আনন্দ দ্বিগুণ করবে এই গাড়ি
ভারতীয় পরিবারগুলির মধ্যে সম্পর্কের বন্ধন বেশ শক্তপোক্ত। পরিজনদের সাথে আনন্দ, হৈ হুল্লোর করার মজাই আলাদা। সকলে মিলে তাই বেড়াতে যেতে পছন্দ করেন, এমন মানুষের সংখ্যা গুণে শেষ করা যাবে না। আর যদি পছন্দের গাড়িতে করে ঘুরতে যাওয়া যায়, তবে তো কথাই নেই! কিন্তু পরিবারের সকলে মিলে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন একটু বড় গাড়ির। যেখানে থাকবে লম্বা সিট ও বড় জায়গা। যাতে হাত-পা নাড়ানোর ক্ষেত্রে কোন সমস্যা না হয়। যার জন্য ৭-আসন সংখ্যার এসইউভি গাড়িগুলির চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু পকেটের কথাটাও তো একটু ভাবতে হবে। এই প্রতিবেদনে তাই সাত আসনের সেরা পাঁচ ফ্যামিলি এসইউভি-র হদিস রইল।
Mahindra Bolero Neo
Mahindra Bolero Neo হচ্ছে প্রকৃত অর্থেই বাজেট ফ্রেন্ডলি সেভেন সিটার গাড়ি। দাম ৯.৬৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে বাস্তবিকতার কোন খামতি নেই। বলিষ্ঠ বিল্ড কোয়ালিটির কারণে সাত আসনের এই গাড়িটি সংশ্লিষ্ট সেগমেন্টের বাকি মডেলের তুলনায় কিছুটা এগিয়ে।
Mahindra Bolero
তালিকার দ্বিতীয় সাশ্রয়ী এসইউভি গাড়িটি হল Mahindra Bolero। এর দাম ৯.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। বিগত কয়েক দশকে এটি অসংখ্য গ্রাহকের হৃদয় জিতে নিয়েছে। রাগেড ডিজাইন আর বড় কেবিনের জন্য গাড়িটির বিপুল চাহিদা। সময়ের সাথে শহরের রাস্তায় এর চাহিদা একটু কমলেও এখনও অনেকের পছন্দের গাড়ি এটি।
Mahindra Scorpio N
ডিজাইন বলুন বা শক্তি, সবদিক থেকেই Mahindra Scorpio N-এর জুড়ি মেলা ভার। মূল্য ১৩.২৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। গাড়িটির কেবিনেও রয়েছে প্রাণ খুলে শ্বাস নেওয়ার মতো জায়গা। বাজারে আবির্ভাবের সাথেই অনেক এসইউভির জনপ্রিয়তায় ভাগ বসিয়েছে এটি।
Mahindra Scorpio Classic
Mahindra Scorpio Classic হচ্ছে মাহিন্দ্রার আরও এক সস্তার স্পেসিয়াস এসইউভি। নতুন প্রজন্ম হাজির হওয়ার পরও গাড়িটির জনপ্রিয়তায় এতোটুকু ভাটা পড়েনি। ৭-সিট বিশিষ্ট ওল্ড স্কুল এসইউভি মডেলটির প্রারম্ভিক দাম ১৩.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Tata Safari
স্টাইলিশ ডিজাইনের সাথে সাশ্রয়ী মূল্যের জন্য Tata Safari ক্রেতামহলে বিশেষ জায়গা করে নিয়েছে। এর দাম ১৫.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। যারা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে একসাথে ঘোরার জন্য একটু বড় গাড়ির খোঁজ করে থাকেন, তাঁদের কাছে এটি অতি পছন্দের একটি মডেল।