Top 5 Cruiser Bikes: আপনার জন্য দেশের সেরা 5 ক্রুজার বাইক, কিনতেও সামান্য খরচ

By :  SUMAN
Update: 2023-09-22 14:17 GMT

মোটরসাইকেলের পরিধি আজকাল আর শুধুমাত্র পথ চলার মধ্যে সীমাবদ্ধ নেই। অসংখ্য বাইকপ্রেমী তাদের বাহনে চেপে দূরপাল্লার যাত্রার মধ্যেই জীবনের আসল আনন্দ উপভোগ করেন। ক্রেতাদের চাহিদা পূরণে বাজারে বিভিন্ন সেগমেন্টের বাইক রয়েছে। তবে আরাম-আয়েস করে চালানোর ক্ষেত্রে ক্রুজার একটি বিশেষ স্থান দখল করে রয়েছে।

উঁচু হ্যান্ডেলের সাথে নিচু হাইট এবং পেছনের দিকে একটু হেলানো রাইডিং পজিশনের জন্য এই জাতীয় মোটরবাইক খুব আরামে চালানো যায়। যারা ক্রুজার বাইক ভালোবাসেন, তাঁরা কখনই গতির প্রাবল্য পছন্দ করেন না। ধীরে সুস্থে প্রতি মুহূর্তকে আরামের সাথে উপলব্ধি করতেই পছন্দ করেন তাঁরা। ভারতে এমন ক্রুজার মোটরসাইকেলের এক সে এক বিকল্প রয়েছে। যেগুলির দামও তুলনামূলক সস্তা। এই প্রতিবেদনে তেমনই দেশের সেরা পাঁচ ক্রুজার বাইকের খোঁজ রইল।

Bajaj Avenger 220

দাম – ১,১৪,৩৯৮ টাকা
ইঞ্জিন – ১৬০ সিসি
পাওয়ার – ১৪.৭৯ বিএইচপি
টর্ক – ১৩.৭ এনএম
ওজন – ১৫৬ কেজি
ফুয়েল ট্যাঙ্ক – ১৩ লিটার

TVS Ronin

দাম – ১,৪৯,০৯৭ থেকে ১,৬৮,৮৪৭ টাকা
ইঞ্জিন – ২২৫ সিসি
পাওয়ার – ২০.১ বিএইচপি
টর্ক – ১৯.৯৩ এনএম
ওজন – ১৫৯ কেজি
ফুয়েল ট্যাঙ্ক – ১৪ লিটার

Royal Enfield Hunter 350

দাম – ১,৪৯,৯০০ থেকে ১,৭৪,৪৩০ টাকা
ইঞ্জিন – ৩৪৯.৩৪ সিসি
পাওয়ার – ২০.২ বিএইচপি
টর্ক – ২৭ এনএম
ওজন – ১৮১ কেজি
ফুয়েল ট্যাঙ্ক – ১৩ লিটার

Royal Enfield Classic 350

দাম – ১,৯৩,০৮০ থেকে ২,২৪,৭৫৫ টাকা
ইঞ্জিন – ৩৪৯ সিসি, এয়ার/অয়েল কুল্ড
পাওয়ার – ২০.২ বিএইচপি
টর্ক – ২৭ এনএম
ওজন – ১৯৫ কেজি
ফুয়েল ট্যাঙ্ক – ১৩ লিটার

Jawa 42 Bobber

দাম – ২,১৪,০১৭ থেকে ২,২৫,১৮৭ টাকা
ইঞ্জিন – ৩৩৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার
পাওয়ার – ৩০.২ বিএইচপি
টর্ক – ৩২.৭৪ এনএম
ওজন – ১৭৫ কেজি
ফুয়েল ট্যাঙ্ক – ১২.৫ লিটার

Tags:    

Similar News