Best Mileage Scooter: মাইলেজের বিচারে দেশের সেরা 5 স্কুটার এগুলি, দামও পকেটসই
টু-হুইলার এখন আমাদের ব্যস্ততাময় দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। বাইক হোক কিংবা স্কুটার প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ। আবার কাজের অবকাশে নিজের দ্বি-চাকাতে সওয়ার হয়ে ঘুরতে যাওয়ার প্যাশন ফলো করেন অনেক মানুষ। তবে সহজ রক্ষণাবেক্ষণ এবং চালানোর সুবিধা পাওয়া যায় বলে সাধারণ মানুষের কাছে স্কুটার একটু বেশি গ্রহণযোগ্য। রোজকার যাত্রা পথে যার জুড়ি মেলা ভার সেই স্কুটারের মাইলেজের বিষয়েই প্রথমে নজর দিই আমরা। নতুন স্কুটার কেনার আগেই যদি তার মাইলেজের বিষয়ে সম্যক ধারণা হয়ে যায় তাহলে মন্দ হয় না। তাই আজকের প্রতিবেদনে মাইলেজের নিরিখে ভারতেহ সেরা ৫ টি স্কুটারের সন্ধান রইল।
Top 5 Best Mileage Scooters
Yamaha Fascino Hybrid 125:
Yamaha Fascino Hybrid 125 দেশের সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী ১২৫ সিসির স্কুটার হিসাবে পরিচিত। এর ইঞ্জিনটি প্রতি লিটার পেট্রলে প্রায় ৬৮.৭৫ কিমি পথ পাড়ি দিতে সক্ষম। স্কুটারটিকে চলার শক্তি যোগায় ১২৫ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন, যার পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৮.২ পিএস এবং ১০.৩ এনএম। আবার এতে উপস্থিত থাকা স্মার্ট মোটর জেনারেটর প্রযুক্তি খুব সহজে স্কুটারটির গতি ত্বরান্বিত বা স্তিমিত করতে সাহায্য করে। বর্তমানে Fascino Hybrid 125 এর দাম ৮২,৬৩০ টাকা থেকে শুরু (এক্স শোরুম)।
Yamaha RayZR 125:
Fascino Hybrid 125 এর মতই Yamaha RayZR 125 তেও ব্যবহৃত হয়েছে ১২৫ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন। এক্ষেত্রে ১২৫ সিসির মাইল্ড হাইব্রিড স্কুটারটি মোটামুটি ভাবে ৬৬ কিমি/লিটার মাইলেজ প্রদান করার ক্ষমতা রাখে। Drum, Disc, DLX, MotoGP এবং Street Rally ভ্যারিয়েন্টে উপলব্ধ এটি। দাম শুরু হচ্ছে ৮৫,৫৩০ টাকা থেকে (এক্স-শোরুম)।
Suzuki Access 125:
তৃতীয় স্থানে ১২৫ সিসির সেগমেন্টে অন্যতম জনপ্রিয় স্কুটার Suzuki Access 125। জ্বালানি সাশ্রয়ী এই স্কুটি প্রতি লিটার পেট্রলে প্রায় ৬৪ কিমি ছুটতে সক্ষম। এতে ৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক বর্তমান, অর্থাৎ ট্যাংক ভর্তি অবস্থায় প্রায় ৩০০ কিমি পথ একবারে অতিক্রম করা যাবে। বর্তমানে সুজুকি অ্যাক্সেসের তিনটি ভ্যারিয়েন্ট বিক্রি হয়। এগুলি হল Drum, Disc, Special এবং Ride Connected সংস্করণ। দাম ৮২,৩৬১ টাকা থেকে ৯২,৪৬১ টাকার মধ্যে (এক্স শোরুম)।
TVS Jupiter:
Actiava-র পরেই ভারতের সর্বাধিক বিক্রিত স্কুটি হল TVS Jupiter সিরিজ। স্কুটারটির ১১০ সিসি ভার্সনে রয়েছে ৭.৭ হর্সপাওয়ারের ইঞ্জিন। এটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এতে থাকা intelliGO নামক স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় স্টার্ট/স্টপ অপশন, যা নিঃসন্দেহে জ্বালানি অপচয় রোধ করে। এই কারণেই জ্বালানি সাশ্রয়ী স্কুটার হিসেবে টিভিএস জুপিটারকে অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন আপনি। মাইলেজ মোটামুটি ভাবে ৬২ কিমি/লিটার। স্কুটারটির প্রচুর ভ্যারিয়েন্ট আছে এবং দাম ৭৬,৯৩৯ টাকা থেকে শুরু (এক্স শোরুম)।
Honda Activa 6G:
Honda-র বিখ্যাত স্কুটার Activa দীর্ঘ কয়েক দশক ধরে কোটি কোটি ভারতবাসীর মন জয় করেছে। Activa 6G এর ১০৯.৫১ সিসির ইঞ্জিন সর্বোচ্চ ৭.৭৯ পিএস শক্তি এবং সর্বাধিক ৮.৮৪ এনএম টর্ক তৈরি করতে পারে।এটি লিটার প্রতি প্রায় ৬০ কিমি রাস্তা পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। দাম শুরু হচ্ছে ৭৮,২৬৯ টাকা থেকে (এক্স শোরুম)।
উল্লেখ্য, উপরের প্রতিটিই সার্টিফায়েড মাইলেজ এবং বাস্তবিক পরিস্থিতিতে সেটা কম-বেশি হতে পারে।