তেল ভরলে সহজে ফুরোয় না, দেশের সেরা মাইলেজের স্কুটার কোনগুলি জেনে রাখুন
নিত্যদিন যাতায়াতের অন্যতম ভরসাযোগ্য মাধ্যম হয়ে উঠছে স্কুটার। গিয়ার পরিবর্তনের ব্যাপার নেই, জিনিসপত্র রাখার জায়গা, প্রভৃতি কারণে স্কুটারের বিক্রি তুঙ্গে। আবার যে সব স্কুটার বেশি মাইলেজ দেয় সেগুলি নিয়েও ক্রেতাদের খোঁজখবর বেশি। আপনি কি জানেন ভারতের সবচেয়ে জ্বালানি সাশ্রয়কারী স্কুটার কোনগুলি? আজকের প্রতিবেদনে তেমনই পাঁচ মডেলের সন্ধান রইল, যেগুলি কম তেল খেয়ে বেশি পথ চলবে।
Yamaha Fascino 125 Hybrid
তালিকায় সবার প্রথমে থাকা Fascino 125 Hybrid স্কুটারে রয়েছে স্টার্টার মোটর জেনারেটর, অটো আইডল স্টার্ট/স্টপ, ডিস্ক ব্রেক, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি হেডলাইট এবং ডিআরএল। ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮.২ পিএস শক্তি এবং ১০.৩ এনএম টর্ক তৈরি হয়। স্কুটারের ফুয়েল ট্যাংকের আয়তন ৫.২ লিটার। সংস্থার দাবি, প্রতি লিটার পেট্রোলে ৬৮.৭৫ কিমি পাড়ি দেওয়ার ক্ষমতা রয়েছে এটির। দাম ৮২,৫৩০ টাকা থেকে শুরু (এক্স-শোরুম)।
Suzuki Access 125
অধিক মাইলেজ সমৃদ্ধ স্কুটারগুলির মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে Suzuki Access 125। এটি থেকে লিটার প্রতি ৫৭.২২ কিমি (সার্টিফায়েড) মাইলেজ মেলে। ১২৪ সিসি ইঞ্জিনের পাওয়ার ও টর্ক যথাক্রমে ৮.৭ পিএস এবং ১০ এনএম। সঙ্গে রয়েছে ৫ লিটারের পেট্রোল ট্যাংক। Suzuki Access 125-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডলাইট, ব্লুটুথ কানেক্টিভিটি। ৮১,৮৬২ টাকা থেকে (এক্স শোরুম) দাম শুরু।
TVS Jupiter
দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে TVS Jupiter। যার ১০৯.৭ সিসির ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮.১৫ পিএস শক্তি এবং ১০.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। প্রতি লিটার পেট্রোলে টিভিএস জুপিটার প্রায় ৫০ কিমি পর্যন্ত পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। ভ্যারিয়েন্ট প্রচুর এবং দাম ৭৬,৯৩৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
Hero Destini Prime
Hero Destini Prime থেকে লিটার প্রতি ৫০ কিমি পর্যন্ত মাইলেজ মেলে। ইঞ্জিন থেকে প্রাপ্ত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৯ পিএস এবং ১০.৩৬ এনএম। ফোন চার্জিং পোর্ট থেকে শুরু করে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ মোট তিনটি রঙে উপলব্ধ হিরোর এই স্কুটার। এতে রয়েছে পাঁচ লিটারের পেট্রল ট্যাংক। এক্স শোরুম মূল্য শুরু হয়েছে ৭৬,০৮৮ টাকা থাকে।
Honda Activa 6G
দেশের বেস্ট সেলিং স্কুটার Honda Activa 6G প্রতি লিটার পেট্রোলে সর্বোচ্চ ৬০ কিমি পর্যন্ত চলতে সক্ষম। এই স্কুটারে থাকা ১০৯.১ সিসির ইঞ্জিন সর্বোচ্চ ৭.৮৪ পিএস শক্তি এবং ৮.৯০ এনএম টর্ক উৎপন্ন করে। স্পেশাল ফিচার্সের মধ্যে রয়েছে এলইডি হেডলাইট, চাবি ছাড়া স্টার্ট দেওয়ার ব্যবস্থা, অ্যান্টি থেফ্ট সিস্টেম এবং ফাইন্ড মাই ভেহিকেল অপশন। ৫.৩ লিটারের ফুয়েল ট্যাংক মেলে এতে। Honda Activa 6G-এর মূল্য ৭৭,৩৮২ টাকা(এক্স শোরুম) থেকে শুরু।