রাজকীয়ানায় মাতলো বাইকপ্রেমীরা, 2023 কাঁপালো রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলি!

By :  SUMAN
Update: 2023-12-30 13:19 GMT

একটা গোটা বছর শেষ হতে চলেছে। সকলের জীবনের কত কিছু স্মৃতি নিয়ে পেছনে পড়ে থাকবে ২০২৩ সাল। আবার কতরকম তাৎপর্যপূর্ণ ঘটনার জন্য ইতিহাসের পাতায় স্থান পাবে এই বছর। অটোমোবাইল শিল্পেও এমন বেশ কিছু স্মৃতি নিয়ে বিদায় জানাতে চলেছে বছরটি। রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ক্ষেত্রেও তার অন্যথা নয়। Super Meteor 650 লঞ্চের মাধ্যমে এ বছরে পথ চলা শুরু করেছিল সংস্থা। আর Shotgun 650 তাদের এই বছরের শেষ উন্মোচন। এর মাঝে অবশ্য বেশ কিছু নতুন বাইক লঞ্চ করেছে সংস্থা। ২০২৩ রয়্যাল এনফিল্ডের জন্য কেমন ছিল, চলুন একবার ফিরে দেখে নেওয়া যাক।

Royal Enfield Super Meteor 650

২০২৩-এর জানুয়ারিতে লঞ্চ হলেও তার অনেক আগে আত্মপ্রকাশ করেছিল Royal Enfield Super Meteor 650। ফ্ল্যাগশিপ ক্রুজার মোটরসাইকেলটি সম্পূর্ণ নতুন ফ্রেমের ওপর ভর করে এসেছিল। এতে Interceptor 650 ও Continental GT 650-এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪৭ এইচপি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। যোগ্য সঙ্গ দিতে রয়েছে সিক্স স্পিড ট্রান্সমিশন। মডেলটির বর্তমান বাজার মূল্য ৩.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

2023 Royal Enfield Bullet 350

এ বছরে রয়্যাল এনফিল্ডের দ্বিতীয় মডেলটি হচ্ছে Bullet 350। নতুন প্রজন্মের বুলেটে Classic 350-র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই একই পাওয়ারট্রেন Hunter 350, Meteor 350-তেও উপস্থিত। ওই ৩৫০ সিসি এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ২০.২ বিএইচপি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যায়। দাম ১.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।

Royal Enfield Himalayan 450

এ বছর রয়্যাল এনফিল্ডের অতি গুরুত্বপূর্ণ লঞ্চ হিসাবে এসেছে Himalayan 450। কারণ ৪৫০ সিসি সেগমেন্টে এই প্রথম পা রাখল সংস্থা। বাইকটি কিনতে খরচ পড়বে ২.৬৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ৪৫২ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ৩৯ বিএইচপি ক্ষমতা এবং ৪০ এনএম টর্ক তৈরি হবে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স।

Royal Enfield Shotgun 650 Motoverse Edition

গোটা বছর ধরে ট্রায়াল চালানোর পর অবশেষে নভেম্বর মাসে গোয়াতে অনুষ্ঠিত সংস্থার মোটোভার্স ২০২৩-এ লঞ্চ হয়েছে Shotgun 650 Motoverse Edition। বাইকটির মাত্র ২৫টি মডেল তৈরি করা হয়েছে। যে সকল ব্যক্তি মোটোভার্সে অংশগ্রহণ করেছিলেন কেবলমাত্র তারাই এটি কিনতে পারবেন। দাম রাখা হয়েছে ৪.২৫ লাখ টাকা (এক্স-শোরুম)। জানিয়ে রাখি, পরে বাইকটির স্ট্যান্ডার্ড ভার্সনও উন্মোচন করেছে সংস্থা। ভারতে জানুয়ারির মাঝামাঝি সময়ে লঞ্চ হবে।

Tags:    

Similar News