প্রতিদিন যাতায়াতের আদর্শ ইলেকট্রিক স্কুটার আসছে বাজারে, মিলবে 100 কিমি মাইলেজ
বৈদ্যুতিক মোটরসাইকেলে অভাবনীয় সাফল্যের পর এবারে ইলেকট্রিক স্কুটার আনতে উদ্যত হয়েছে টর্ক মোটরস (Tork Motors)। সম্প্রতি এদেশের রাস্তায় মডেলটির টেস্টিং শুরু করেছে সংস্থা। যদিও আপাদমস্তক ক্যামোফ্লেজ দ্বারা আবৃত ছিল, তা সত্ত্বেও ই-স্কুটারটির পেছনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। টর্কের আসন্ন ব্যাটারি স্কুটার সম্পর্কে আর কী কী জানা গেল, চলুন দেখে নেওয়া যাক।
বাজারে আসছে Tork-এর নতুন ইলেকট্রিক স্কুটার
স্পাই ছবিতে যতটুকু দেখা গেছে, তাতে করে বলা যায় এতে বৃহৎ টেল সেকশন রয়েছে। এছাড়া হৃষ্টপুষ্ট সিঙ্গেল পিস সিটের দেখা মিলেছে। অনুমান করা হচ্ছে, মডেলটির প্রোডাকশন ভার্সনে যোগ হতে পারে একটি বৃহৎ গ্র্যাব রেল। পেছনে সংযুক্ত ডুয়েল স্প্রিং সাসপেনশন। আবার চাকায় এগিয়ে চলার শক্তি প্রদানে থাকছে একটি হাব মাউন্টেড মোটর।
উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি থেকে মনে করা হচ্ছে, টর্কের আসন্ন স্কুটারটি বাজেট ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি ফ্যামিলি ভিত্তিক মডেল হিসেবে আসবে। এখনও পর্যন্ত মডেলটির বিশদ স্পেসিফিকেশন জানা যায়নি। অনুমান করা হচ্ছে, ব্যাটারি চালিত স্কুটারটির রেঞ্জ হবে ১০০ কিলোমিটার এবং এর টপ স্পিড হতে পারে ৮০ কিমি/ঘন্টা।
প্রসঙ্গত, পরিবারের সদস্য নিয়ে চলার জন্য উপযুক্ত অর্থাৎ ফ্যামিলি ওরিয়েন্টেড ইলেকট্রিক স্কুটার বাজারে সেভাবে নেই বললেই চলে। তাই টর্কের আসন্ন মডেলটি বাজারে সাড়া ফেলবে বলেই আশা করা হচ্ছে। Ather 450S ও Ola S1X – এই স্কুটার দুটির সাথে এটি সম্মুখ সমরে নামবে। বিশেষজ্ঞদের মতে, টর্ক তাদের আসন্ন স্কুটারটির দাম ১ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখতে পারে। ২০২৪-এর প্রথমার্ধেই লঞ্চ হতে পারে মডেলটি।