TVS Ntorq: তরুণ প্রজন্মের উন্মাদনা বাড়িয়ে এনটর্কের নতুন এডিশন লঞ্চ করছে টিভিএস

By :  techgup
Update: 2024-08-05 04:05 GMT

বাজারে আসার পর থেকেই স্কুটারের জগতে আলোড়ন ফেলে দিয়েছে টিভিএস এনটর্ক। তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় এটি। ডিজাইন, ফিচার্স, পারফরম্যান্স — সবেতেই নজর কেড়েছে এনটর্ক। খুব শীঘ্রই স্কুটারটির নতুন এডিশন আনতে চলেছে টিভিএস, যার নাম এনটর্ক ব্ল্যাক এডিশন। সোশ্যাল মিডিয়াতে নয়া এডিশনের টিজার ছেড়েছে সংস্থা। নাম শুনেই বোঝা যাচ্ছে, কালো রঙে আসবে এটি।

টিভিএস এনটর্ক ব্ল্যাক এডিশন

ক্রেতাদের ফ্রেশ অপশন দেওয়ার লক্ষ্যে টিভিএস সম্প্রতি তাদের বিভিন্ন মোটরসাইকেলের ব্ল্যাক এডিশন বাজারে আনা শুরু করেছে। যার মধ্যে রয়েছে অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি ও আরটিআর ১৬০ ২ভি। এবার এনটর্ক স্কুটারটি অল-ব্ল্যাক কালার স্কিমে বাজারে পা রাখবে। এটি নতুন অবতারে যে দেখতে খুব আকর্ষণীয় হবে সেটা নিশ্চয় আর বলার অপেক্ষা রাখে না।

টিভিএস এনটর্ক ব্ল্যাক এডিশনের মাডগার্ড থেকে অ্যাপ্রন, এবং সাইড প্যানেলে কালো রঙ থাকবে বলে আশা করা যায়। এমনকি গ্রাফিক্স ও স্টিকারিং কালো রঙের হবে বলে মনে করা হচ্ছে। এতে স্টিল্থ এফেক্ট খুব সুন্দর ভাবে ফুটে উঠবে। স্টাইল একধাক্কায় বাড়িয়ে দেবে অনেকটাই। তবে কসমেটিক আপডেট বাদ দিলে মেকানিক্যালি কোনও পরিবর্তন থাকবে না।

টিভিএস এনটর্কে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ক্ষমতা ৯.২৫ বিএইচপি ও ১০.৫ এনএম। আবার স্কুটারটি সবচেয়ে পাওয়ারফুল ভার্সন রেস এক্সপি ১০.০৬ বিএইচপি ও ১০.৮ এনএম টর্ক উৎপন্ন করে। এনটর্কের ইঞ্জিন তার পারফরম্যান্সের জন্য বিখ্যাত। রাইড ও হ্যান্ডলিং স্কুটারটির ইউএসপি। নতুন এডিশনের দাম কয়েক হাজার টাকা বাড়তে পারে।

Tags:    

Similar News