নয়া চমক, Realme GT 2 Pro এর সাথে আসছে Dragon Ball Z স্পেশাল এডিশন

রিয়েলমি তাদের আসন্ন আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোন Realme GT 2 Pro- এর ওপর থেকে পর্দা সরাবে আগামী ৪ জানুয়ারি। লঞ্চের আগে এই ফোনটি সম্পর্কে একের পর এক আকর্ষণীয় তথ্য প্রকাশ্যে আনছে সংস্থা। ইতিমধ্যে জানা গেছে Realme GT 2 Pro ফ্ল্যাগশিপ ফোনটি তিনটি আনকোরা ফিচার সহ বাজারে আসবে। তার সাথে টিজার এবং প্রোমোশোনাল ভিডিও থেকে প্রকাশ্যে এসেছে এই ফোনের নজরকাড়া ডিজাইনটিও। তবে এখন Realme GT 2 Pro ফোনের একটি বিশেষ টিজার সামনে আনা হয়েছে। এই টিজার দেখে মনে হচ্ছে, রিয়েলমি বিখ্যাত জাপানি অ্যানিমেশন সিরিজ ড্রাগন বল জেড (Dragon Ball Z)-এর সহযোগিতায় তাদের Realme GT 2 Pro ফোনের একটি নতুন লিমিটেড এডিশন বাজারে আনতে চলেছে।

Realme GT 2 Pro স্মার্টফোনের Dragon Ball Z Special Edition আসছে

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo- তে একটি পোস্ট করে রিয়েলমি তাদের সাথে “ড্রাগন বল জি”- এর পার্টনারশিপের বিষয়টি সামনে এনেছে। সংস্থার তরফে একটি ইমেজ পোস্টার এবং একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছে। তবে রিয়েলমি জিটি ২ প্রো ফোনের এই স্পেশাল এডিশন সম্পর্কে কোনও তথ্যও কোম্পানি শেয়ার করেনি।

যাইহোক, যেহেতু Realme GT 2 সিরিজ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। তাই বলার অপেক্ষা রাখে না যে, “ড্রাগন বল জি” এর সাথে পার্টনারশিপের খবর স্মার্টফোন প্রেমীদের কৌতূহলের আগুনে ঘি ঢেলেছে। জানিয়ে রাখি, ড্রাগন বল জি একটি ব্যাপক জনপ্রিয় অ্যানিমে সিরিজ, যা প্রথম ১৯৮৯ সালে সম্প্রচারিত হয় এবং এই ২০০৩ সাল পর্যন্ত চলেছিল৷ ড্রাগন বল সিরিজটি পশ্চিমে সফল প্রথম অ্যানিমেগুলির মধ্যে একটি ছিল৷ ড্রাগন বল জি অনেকেরই কাছেই প্রথম দেখা অ্যানিমেগুলির মধ্যে একটি, তাই স্বাভাবিকভাবেই আসন্ন Realme GT 2 Pro ড্রাগন বল জি স্পেশাল এডিশন অ্যানিমেপ্রেমীদের মনে নস্টালজিয়া জাগবে।

প্রসঙ্গত, জানা গেছে Realme GT 2 Pro স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এই স্মার্টফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমির এই আল্ট্রা প্রিমিয়াম ফোনের সামনে ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ এবং এই ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকতে পারে। রিয়ালকে GT 2 Pro ফোনের ব্যাকপ্যানেলে ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।