Honda Grom: ছোট প্যাকেটে বড় ধামাকা! কিউট পুঁচকে বাইক নিয়ে হাজির হল হোন্ডা

By :  SUMAN
Update: 2024-06-08 09:11 GMT

ভারত হোক বা অন্য দেশ, ১২৫ সিসি বাইকের চাহিদা সর্বত্র। সে কথা বিবেচনা করে হোন্ডা (Honda) তাদের জনপ্রিয় ১২৫ সিসি মোটরসাইকেলের বাইকের আপডেট ভার্সন লঞ্চ করল। যার নাম Honda Grom। তবে এটি আকার আকৃতিতে একটি সাধারণ ১২৫ সিসি বাইকের তুলনায় ছোট। কোম্পানি প্রধানত বাইকটি ষাটোর্ধ্ব বাইকারদের উদ্দেশ্যে তৈরি করেছিল। বর্তমানে একাধিক আন্তর্জাতিক বাজারে এই বাইকটি বিক্রি করে সংস্থা। ক্ষুদ্র দেহের এই বাইকের সওয়ারি ভীষণ আনন্দদায়ক।

Honda Grom বাইকের নতুন ভার্সন লঞ্চ হল

Honda Grom-এর নতুন সংস্করণে এলইডি হেডলাইটটি আগের তুলনায় অধিক অ্যাঙ্গুলার ডিজাইনের। আবার ট্যাঙ্ক প্যানেলের নকশাতেও বদল ঘটানো হয়েছে। সবচেয়ে বড় কথা বর্তমান মডেলটির ডিজাইন আরও বেশি তীক্ষ্ণ। সৌন্দর্য আনতে বাইকটির কালার অপশনেও চমক এনেছে কোম্পানি। এগুলি হল পার্ল হোয়াইট, চেরি রেড এবং ক্যান্ডি ব্লু। আবার বাইকটির Grom SP নামে আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যেটি বেলি প্যান এবং সিলভার অ্যাক্সেন্ট সহ ম্যাট ব্ল্যাক মেটালিক কালারে উপলব্ধ।

Honda Grom আগের মতই একটি স্টিল মোনো ব্যাকবোন চ্যাসিসের উপর ভর করে এসেছে। এর সাথে রয়েছে ৩১ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। ১২ ইঞ্চি অ্যালয় হুইলের সাথে সামনে ও পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক উপস্থিত। টু-পট ক্যালিপার সহ সামনে ২২০ মিমি ডিস্ক এবং সিঙ্গেল-পট ক্যালিপার সহ পেছনে ১৯০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

Honda Grom-এ শক্তির উৎস হিসেবে রয়েছে একটি ১২৩.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, SOHC ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৯.৬ এইচপি শক্তি এবং ১০ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে যুক্ত ৫-স্পিড গিয়ারবক্স। এই বাইকটি আমেরিকায় লঞ্চ হয়েছে। সেখানে বেস, SP ও এবিএস ভার্সনের দাম যথাক্রমে ৩,৫৯৯ ডলার (প্রায় ৩ লক্ষ টাকা), ৩,৬৯৯ ডলার (প্রায় ৩.০৮ লক্ষ টাকা)এবং ৩,৭৯৯ ডলার (প্রায় ৩.১৭ লক্ষ টাকা)।

Tags:    

Similar News