দেশের মধ্যে রাজ্যেও দূষণের মাত্রা ইদানিং বিপদ সীমা পার করতে দেখা যাচ্ছে। সেই নিয়ে পরিবেশবিদদের চিন্তার অন্ত নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, দূষণ যে কেবল সড়কপথে চলাচলকারী যানবাহন থেকেই ছড়াচ্ছে, তেমনটি নয়, একই সাথে জলযান থেকেও নির্গত কালো ধোঁয়া পরিবেশের ক্ষতিসাধন করছে। সেই পরামর্শ মত নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গ সরকার। ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’-কে ব্যাটারি চালিত জলযান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। এবারে সেটি তৈরি হয়ে জলে ভাসার খবর সামনে এসেছে।
জলে ভাসল রাজ্যের প্রথম ব্যাটারিচালিত জলযান
সংবাদমাধ্যমের প্রতিবেদন মারফত জানা গেছে, ‘ঢেউ’ নামক সেই পরিবেশবান্ধব জলযান বৃহস্পতিবার জলে ভেসেছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এই প্রথম ব্যাটারি ও সৌরশক্তি চালিত জলযান তৈরি করল। এর দৈর্ঘ্য প্রায় ২৪ মিটার। ১৫০ জন যাত্রী সফর করতে সক্ষম এই জলযানে রয়েছে বাতানুকূল ব্যবস্থা। ঘাট পারাপার করতে গঙ্গাবক্ষে চালানো হবে।
ঢেউ-এ ব্যবহৃত ব্যাটারি থেকে প্রতি ঘন্টায় ২৪৬ কিলোওয়াট শক্তি উৎপন্ন হবে। আবার শক্তির জোগানে বিকল্প ব্যবস্থা হিসেবে সৌর প্যানেল থাকছে। ঘন্টায় সর্বাধিক ১০ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারবে এই জলযান। গতি বাড়াতে আবার সামনে ও পেছনে একজোড়া প্রপেলার বর্তমান।
নতুন জলযানের প্রসঙ্গে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এর চেয়ারম্যান পি আর হরি এক সংবাদমাধ্যমকে বলেন, “নতুন ওই দূষণহীন জলযানের ব্যবহার শুরু হলে নদীপথে পরিবহণের চিত্র বদলে যাবে। নতুন ব্যাটারি চালিত ভেসেলের পরীক্ষা এবং মহড়া-সহ অন্যান্য প্রস্তুতি সম্পূর্ণ করতে আরও কিছু সময় লাগবে। সেই সব মিটলে পর্যায়ক্রমে আরও কয়েকটি জলযান তৈরি করা হবে।”