ভ্যালেন্টাইনস ডের পর ভারতে লঞ্চ হচ্ছে Asus ROG Phone 5s এবং Asus ROG Phone 5s Pro ফোন, জেনে নিন ফিচার

আগামী ১৫ই ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে Asus ROG Phone 5s (আসুস রোগ ফোন ৫এস) এবং Asus ROG Phone 5s Pro (আসুস রোগ ফোন ৫এস প্রো)। হ্যাঁ তাইওয়ান-ভিত্তিক কোম্পানির নতুন ঘোষণা অন্তত তাই বলছে। তবে স্মার্টফোনগুলি একেবারেই নতুন নয়, এগুলি ২০২১ সালের আগস্টে Qualcomm Snapdragon 888+ প্রসেসরসহ আত্মপ্রকাশ করেছিল। তাছাড়া উভয় স্মার্টফোনেই ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চি Samsung AMOLED E4 ডিসপ্লে এবং ১৮ জিবি পর্যন্ত LPDDR5 RAM রয়েছে। যাহোক এখন আসুন, Asus ROG Phone 5s, ROG Phone 5s Pro-এর ভারতীয় লঞ্চ ইভেন্ট সম্পর্কে জেনে নিই এবং একবার ফোনগুলির স্পেসিফিকেশনেও চোখ বুলিয়ে নিই।

Asus ROG Phone 5s, Asus ROG Phone 5s Pro-এর লঞ্চের লাইভস্ট্রিম

কোম্পানির মিডিয়া ইনভাইট বা ঘোষণা অনুযায়ী, আসুস রোগ ফোন ৫এস এবং আসুস রোগ ফোন ৫এস প্রো ভারতে আগামী ১৫ তারিখ দুপুর ১২টায় একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে যা আবার কোম্পানির ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হবে। এক্ষেত্রে বলে রাখি আসুস একটি প্রতিযোগিতারও আয়োজন করছে যা আজ বিকেল ৫টায় শুরু হবে। কোম্পানির টুইট থেকে জন্য যায়, অংশগ্রহণকারীদের ‘আল্টিমেট গেমিং অস্ত্রের জন্য লুকানো আপগ্রেডগুলি খুঁজে বের করতে হবে।’ এছাড়া ফ্রিতে রোগ ফোন ৫এস জেতার সুযোগ পেতে তাদের একটি কোড ক্র্যাক করতে হবে৷

Asus ROG Phone 5s, Asus ROG Phone 5s Pro স্পেসিফিকেশন (গ্লোবাল ভেরিয়েন্ট)

আসুস, তার নতুন দুটি রোগ ফোন দুটি সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেনি। ফলে ভারতীয় ভ্যারিয়েন্টগুলিতে একই স্পেসিফিকেশন থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে আগস্টে লঞ্চ হওয়া ফোনগুলির কথা বললে, আসুস রোগ ফোন ৫এস এবং আসুস রোগ ফোন ৫এস প্রো-এ কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুলএইচডি+ (১০৮০×২৪৪৮ পিক্সেল রেজোলিউশন) Samsung AMOLED E4 ডিসপ্লে রয়েছে। সাথে রয়েছে ১৮ জিবি LPDDR5 র‌্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ। উল্লেখ্য এই ফোনগুলি অ্যান্ড্রয়েড ১১ ওএস এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর চালিত হয়। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এগুলি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

ফটোগ্রাফির জন্য, এই ফোন জোড়াতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেখা যাবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, উভয় ফোনেই একটি ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে। এছাড়া কানেক্টিভিটির ক্ষেত্রে প্রতিটি হ্যান্ডসেটে 5G, 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, এনএফসি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট বিদ্যমান।