ভারতে আসছে Samsung Galaxy F41, দেখা গেল স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো Samsung তাদের প্রথম F সিরিজের ফোন লঞ্চ করবে। এই ফোনের নাম হবে Samsung Galaxy F41। যদিও কোম্পানির তরফে এব্যাপারে কিছু জানানো হয়নি। এমনকি কয়েকদিন আগেই গুগল প্লে কনসোলেও ফোনটিকে দেখা গিয়েছিল। তবে আচমকাই Samsung India ওয়েবসাইটে এই ফোনটিকে SM-F415F/DS মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হল। শেষে ‘DS’ ওয়ার্ড এর অর্থ ফোনটি ডুয়েল সিমের হবে।

Samsung Galaxy F41 কে দেখা গেল স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইটে

স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইটে গ্যালাক্সি এফ ৪১ কে অন্তর্ভুক্ত করার অর্থ, এই ফোনটি জলদি ভারতে লঞ্চ হবে। এর আগে জানা গিয়েছিল ফোনটিকে অক্টোবরে লঞ্চ করা হবে। এদিকে ওয়েবসাইটে ফোনটিকে দেখা গেলেও, এর স্পেসিফিকেশন জানানো হয়নি। তবে গুগল প্লে কনসোল থেকে জানা গেছে Samsung Galaxy F41 ফোনে কোম্পানির নিজস্ব এক্সিনস ৯৬১১ প্রসেসর থাকবে।

আবার এই ফোনে ARM মালি জি৭২ জিপিইউ থাকবে। এছাড়াও ফোনটি ৬ জিবি র‌্যামের সাথে আসবে। স্যামসাং গ্যালাক্সি এফ ৪১ অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই ২.০ সিস্টেমে চলবে। এতে থাকবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন হবে ১০৮০ x ২৩৪০। টিপ্সটার ঈশান অগ্রবাল জানিয়েছেন, চার্জিংয়ের জন্য এতে ইউএসবি পোর্ট থাকবে। আবার ফোনটির ডিসপ্লে ডিজাইন হবে ওয়াটারড্রপ নচ।

ক্যামেরার কথা বললে Samsung Galaxy F41 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এর সাথে আসবে। মনে করা হচ্ছে এর প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। এর সাথে থাকবে এলইডি ফ্ল্যাশ। সিকিউরিটির জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এই সিরিজের ফোনগুলির দাম ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা মধ্যে থাকবে।