ফ্লিপ ভিজাইন সহ আসছে Nokia N139DL (TA-1398), লঞ্চের আগে পেল FCC থেকে ছাড়পত্র

HMD Global আরও একটি Nokia ব্র্যান্ডের এন্ট্রি লেভেল ফিচার ফোনের উপর কাজ করছে। সম্প্রতি এই ফোনটি আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) থেকে ছাড়পত্র পেয়েছে। মজার বিষয় হল, সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, এটি একটি ফ্লিপ ফোন হবে। Nokia N139DL নামের এই ফ্লিপ ফোনের মডেল নম্বর TA-1398। আসুন সার্টিফিকেশন সাইট থেকে ফোনটি সম্পর্কে কী কী তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

উল্লেখ্য, HMD Global চলতি বছরের মে মাসেই Nokia 2720 4G ফ্লিপ ফোন বাজারে এনেছিল। এই ফোনে ছিল KaiOS অপারেটিং সিস্টেম। এই ওএস সহ প্রথম ফ্লিপ ফোন ছিল এটি। ফলে বলা যায়, সংস্থাটি বছর ঘুরতে না ঘুরতেই নতুন ফ্লিপ ফোন আনতে কাজ করছে।

FCC সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Nokia N139DL ফোনের ডিজাইন অনেকটাই Nokia 2720 4G -এর মতো হবে। নতুন এই ফোনে থাকবে ১,৪৫০ এমএএইচ ব্যাটারি, যেখানে আগের মডেলে ১,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। এছাড়া Nokia N139DL ফোনটি 4G ও Wi-Fi কানেক্টিভিটি সহ আসবে।

এর আগে নোকিয়ার এই ফ্লিপ ফোন কে WiFi Alliance সাইটে দেখা গিয়েছিল। সেখান থেকে জানা গিয়েছিল, এতে KaiOS 3.0 অপারেটিং সিস্টেম ও গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকবে। এই ফোনের দাম রাখা হতে পারে ৬ হাজার টাকার কাছাকাছি। আশা করা যায় আগামী বছরের শুরুতে ফোনটি লঞ্চ হবে।