Maruti Suzuki আনতে চলেছে তাদের সবচেয়ে দামী গাড়ি, কেমন হবে সেটি? রইল খুঁটিনাটি

Avatar

Updated on:

Maruti Suzuki launch its Most Expensive Car in 2023

দেশের বৃহত্তম যাত্রী গাড়ি বিক্রেতা মারুতি সুজুকি (Maruti Suzuki)-র নজর এবার বড় কিছুর দিকে। সম্প্রতি সংস্থাটিভারতে তাদের মাঝারি আকারের এসইউভি মডেল Grand Vitara লঞ্চ করেছে। যেটি বর্তমানে তাদের পোর্টফোলিও-র সবচেয়ে দামি গাড়ি। তবে এবার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২৩-এ মারুতি সুজুকি এর চাইতেও মহার্ঘ একটি গাড়ি হাজির করবে। Grand Vitara যেমন Toyota Hyryder-এর রিব্র্যান্ডেড মডেলে হিসেবে এসেছে, ঠিক তেমনই সেই নতুন গাড়িটি Toyota Innova Hycross-এর রিব্যাজড মডেল হিসেবে আসবে।

প্রসঙ্গত, Toyota Innova Hycross আগামী জানুয়ারি মাসে লঞ্চ করা হবে। এর পাঁচটি ভ্যারিয়েন্ট দুটি ইঞ্জিনের বিকল্পে আসবে – একটি ২.০ লিটার NA পেট্রোল এবং অপরটি একটি ২.০ লিটার TNGA পেট্রোল ইঞ্জিনের সাথে স্ট্রং হাইব্রিড প্রযুক্তি। অত্যাধুনিক সব ফিচারে ঠাসা আসন্ন গাড়িটির আনুমানিক মূল্য ২০-৩০ লক্ষ টাকা হতে পারে।

Innova Hycross বাজারে লঞ্চের পর Kia Carnival এবং ৭-আসন বিশিষ্ট Safari ও XUV700-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গাড়িটি মারুতি সুজুকিকে সরবরাহ করবে টয়োটা। যা সংস্থার প্রিমিয়াম ডিলারশিপ নেক্সা (NEXA)-র মাধ্যমে বিক্রি করা হবে। অনুমান করা হচ্ছে নতুন হাইক্রস বাজারে আসার ছয় মাস বাদে লঞ্চ হবে মারুতির ভার্সনটি। এর দামও ২০-৩০ লক্ষ টাকার মধ্যেই রাখা হবে বলে মনে করা হচ্ছে।

মারুতির আসন্ন গাড়িটি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম (ADAS) সহ আসবে। যা সংস্থার ইতিহাসে এই প্রথম। মাল্টিপারপাস ভেহিকেলটিতে প্যানোরামিক সানরুফ, একটি ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, জেবিএল সাউন্ড সিস্টেমের ৯টি স্পিকার, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, মেমোরি ফাংশন, পাওয়ার্ড ড্রাইভার সিট সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য থাকবে। ২.০ লিটার NA এবং ২.০ লিটার TNGA পেট্রোল ইঞ্জিন অপশন থাকবে, যাদের আউটপুটহবে যথাক্রমে ১৭২ বিএইচপি এবং ১৮৪ বিএইচপি। মাইলেজ ২১.১ কিলোমিটার হতে পারে বলে মনে করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥