6.5 লাখ টাকার গাড়ির কাছে Alto-Wagon R হেরে গেল, জনপ্রিয়তায় দেশে এক নম্বরে

Avatar

Updated on:

Top 10 Best Selling Cars

প্রকাশিত হল ফেব্রুয়ারিতে ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ির তালিকা। বরাবরের মতো এবারও তালিকার প্রথম দশের মধ্যে ছয়টি গাড়িই হল মারুতি সুজুকি (Maruti Suzuki)-র। এর মধ্যে শীর্ষস্থান দখল করেছে Maruti Suzuki Baleno। গত মাসে প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়িটি মোট ১৮,৫৯২ নতুন ক্রেতার মুখ দেখেছে। তুলনাস্বরূপ গত বছর ওই সময়ে এর বিক্রিবাটা হয়েছিল ১২,৫৭০ ইউনিট। মডেলটির এক্স-শোরুম মূল্য প্রায় সাড়ে ছয় লাখ।

Maruti Suzuki গাড়ি বিক্রিতে সবার থেকে এগিয়ে

ফেব্রুয়ারি ২০২৩-এ ১৮,৪১২ ইউনিট বিক্রির মাধ্যমে Maruti Suzuki Swift সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেলেও আগের বছরের (১৯,২০২টি) তুলনায় বেচাকেনায় ৪ শতাংশ পতন দেখা গেছে। তৃতীয় স্থানে উঠে এসেছে এক সময়কার বেস্ট সেলিং হ্যাচব্যাক মডেল Maruti Suzuki Alto। গত মাসে গাড়িটি মোট ১৮,১১৪ নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। যেখানে আগের বছরের ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১১,৫৫১ ইউনিট।

তালিকায় আর কারা

Maruti WagonR-এর নাম একসময় তালিকার সবার উপরে দেখা গেলেও, এবারে নেমে এসেছে চার নম্বরে। আগের মাসে ১৬,৮৮৯ ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিতে পেরেছে মারুতি সুজুকি। যেখানে ২০২২-এর ফেব্রুয়ারিতে এটি বিক্রি হয়েছিল ১৪,৬৬৯ ইউনিট। তালিকার পঞ্চম স্থান দখল করেছে Maruti Suzuki Dzire। গত মাসে সেডান গাড়িটি মোট ১৬,৭৯৮ ভারতীয় বাড়ি নিয়ে এসেছেন। যেখানে গত বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১৭,৪৩৮ ইউনিট।

Tata Nexon-কে পেছনে ফেলল Maruti Brezza

ছয় নম্বর স্থানটি দখল করেছে Maruti Suzuki Brezza। গত মাসে এটি বিক্রি হয়েছে ১৫,৭৮৭ ইউনিট। তুলনাস্বরূপ আগের বছরে ওই সময়ে এর বেচাকেনার পরিমাণ ছিল ৯,২৫৬ ইউনিট। তালিকার সপ্তম স্থানে জায়গা পেয়েছে Tata Nexon। গেল মাসে বিক্রির নিরিখে সর্বাধিক বিক্রিত SUV মডেলের তকমা খুইয়েছে এটি। এবছর ফেব্রুয়ারিতে গাড়িটি মোট ১৩,৯১৪ ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে আগের বছরে বিক্রিবাটা হয়েছিল ১২,২৫৯ ইউনিট।

তালিকার পরবর্তী স্থানটি দখল করেছে Maruti Suzuki Eeco। নতুন ভার্সনে সদ্য লঞ্চ হওয়া ভ্যান গাড়িটির চাবি গত মাসে মোট ১১,৩৫২ ক্রেতার হাতে তুলে দিয়েছে মারুতি সুজুকি। আগের বছরের ওই সময়ে এর বেচাকেনার সংখ্যা ছিল ৯,১৯০। তালিকার নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Tata Punch ও Hyundai Creta। গেল মাসে এদের বেচাকেনা হয়েছে যথাক্রমে ১১,১৬৯ ও ১০,৪২১ ইউনিট।

সঙ্গে থাকুন ➥