অদ্ভুত কান্ড! অফিশিয়াল লঞ্চের আগেই Pixel 8 Pro-এর ছবি ফাঁস করল Google

সারা বিশ্ববাসী আগামী ৪ অক্টোবর নির্ধারিত Google Pixel 8 সিরিজের লঞ্চ ইভেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Pixel 8 এবং Pixel 8 Pro মডেল দুটি বাজারে আত্মপ্রকাশ করবে। কয়েক দিন আগে, Pixel 8 Pro-এর ডিজাইনটি গুগল স্টোর ওয়েবসাইটে ঘটনাচক্রে প্রকাশিত হয়। আর এখন আবার গুগল লঞ্চের আগেই অনলাইনে ৩৬০ ডিগ্রি সিমুলেটর প্রকাশ করছে, যা Pixel 8 Pro-এর ফ্রন্ট এবং রিয়ার প্যানেলের ডিজাইনটি দেখিয়েছে। এছাড়াও, ওয়েবসাইটটি আগামী মাসে আয়োজিত লঞ্চ ইভেন্টের আগেই ফোনের বিভিন্ন সেন্সর এবং পোর্টের বিবরণ প্রকাশ করেছে।

ফাঁস হল Google Pixel 8 Pro-এর কালার অপশন

হোসে রুবেন দ্বারা সর্বপ্রথম স্পট করা এবং মিশাল রহমানের শেয়ার করা গুগলের সিমুলেটরটি প্রকাশ করেছে যে, পিক্সেল ৮ প্রো স্কাই, পোরসেলিন এবং লিকারিস – এই কালার অপশনগুলিতে লঞ্চ হবে। স্মার্টফোনটির স্ক্রিনের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে, যার মধ্যে সেলফি ক্যামেরাটি অবস্থান করবে। পাওয়ার এবং ভলিউম বাটনগুলি হ্যান্ডসেটের ডান প্রান্তে দেখা যাবে। আর ডিভাইসটির পিছনের দিকে একটি এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। হ্যান্ডসেটটির পিছনের দিকে একটি টেম্পারেচার সেন্সরও দেখা যাবে। জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস-এর শেয়ার করা একটি আলাদা ছবিও স্কাই কালার অপশনে পিক্সেল ৮ প্রো-এর ডিজাইনটি প্রদর্শন করেছিল। টিপস্টার দ্বারা প্রকাশিত ছবিটিতে ক্যামেরার জন্য সিঙ্গেল কাটআউট, একটি এলইডি ফ্ল্যাশ এবং একটি টেম্পারেচার সেন্সর দেখা যায়৷

স্পেসিফিকেশন প্রসঙ্গে সাম্প্রতিক রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, পিক্সেল ৮ প্রো কোয়াডএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি টেনসর জি৩ চিপসেট এবং একটি টাইটান সিকিউরিটি চিপ অফার করবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটিতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে।

নিরাপত্তার জন্য, Google Pixel 8 Pro-এ একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৬৪ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা উপস্থিত থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেলফির জন্য, ফোনটির সামনে একটি ১১ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Pixel 8 Pro সম্ভবত ৪,৯৫০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২৪ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

অন্যদিকে, Pixel 8-এ ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.১৭ ইঞ্চির ডিসপ্লে, Tensor G3 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সেটআপ, একটি ১১ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৪,৪৮৫ এমএএইচ ব্যাটারি থাকবে বলে মনে করা হচ্ছে। Pixel 8 লাইনআপের ফোনগুলির পাশাপাশি, গুগল তাদের Pixel Watch 2 স্মার্টওয়াচটিও লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এটি চারটি নতুন ওয়াচ ফেস এবং ৩৮৩×৩৮৪ পিক্সেলের রেজোলিউশন অফার করবে বলে জানা গেছে। স্মার্টওয়াচটি সম্ভবত ২ জিবি র‍্যাম এবং Qualcomm-এর Snapdragon W5 চিপসেটের সাথে আসবে।