ভিড়ের মধ্যেও পরিষ্কার কথা বলা যাবে, Jabra Elite 4 Active ইয়ারবাড দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে লঞ্চ হল

ভারতে লঞ্চ হল Jabra-র নতুন ইয়ারবাড, Elite 4 Active। ইতিমধ্যেই এটি অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের বাজারে আত্মপ্রকাশ করেছে। নয়া এই ইয়ারবাডে রয়েছে স্পর্টিফাই ট্যাপ প্লেব্যাক ফিচার, নেটিভ নয়েজ ক্যান্সলেশন, গুগল ফাস্ট এবং হিয়ারথ্রু টেকনোলজি। সাথে Jabra Elite 4 Active গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন অ্যালেক্সার মতো ভয়েস অ্যাসিসট্যান্স সাপোর্ট সহ এসেছে। এখানে বলে রাখি, দুমাস আগে ভারতে লঞ্চ হওয়া জাব্রা এলিট ৩-এর মতই সিগনেচার জাব্রা ডিজাইনের সাথে এসেছে নয়া এই ইয়ারবাড। সংস্থার দাবি, এটি ব্যবহার করতে করতে যেকোনো ধরনের ওয়াকআউট করা যাবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নয়া Jabra Elite 4 Active ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম ও স্পেসিফিকেশন।

Jabra Elite 4 Active ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জাব্রা এলিট ৪ অ্যাক্টিভ ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। নবাগত এই ইয়ারফোনটি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ই-কমার্স সাইট থেকে কিনতে পারা যাবে। এর সাথে ক্রেতারা পাবেন ২ বছরের ওয়্যারেন্টি। ইয়ারবাডটি ব্ল্যাক, ব্লু এবং গ্রীন এই তিনটি কালারে উপলব্ধ।

Jabra Elite 4 Active ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের স্পেসিফিকেশন

নয়া জাব্রা এলিট ৪ অ্যাক্টিভ ইয়ারফোনটির স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, এটি ৬এমএম ড্রাইভারের সাথে এসেছে, যা কোয়ালকোম aptX, সাথে SBC অডিও কোডেক সাপোর্ট করবে। এখানে জানিয়ে রাখা ভাল, ইয়ারফোনটি ব্যবহারকারীকে জাব্রা প্লাস অ্যাপের মাধ্যমে ইকুইলাইজার দিয়ে শব্দকে কাস্টমাইজ করার সুযোগ দেয়। স্ট্রিমিং অ্যাপে দ্রুত অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে এটি একটি স্পর্টিফাই ট্যাপ প্লেব্যাক ফিচার সহ এসেছে। এছাড়া এতে পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সুবিধা। এটি আইপি৫৭ রেটিংপ্রাপ্ত, ফলে ধুলো এবং জল থেকে সুরক্ষা দেবে।

সংস্থার দাবি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড চালু থাকলেও ইয়ারফোনটি একবার চার্জে ৭ ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া চার্জিং কেস সহ ব্যবহার করলে আরও অতিরিক্ত ২৮ ঘন্টা ব্যবহারযোগ্য সময় পাওয়া যাবে। যেহেতু এতে ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে, তাই মাত্র ১০ মিনিট চার্জ দিলে এটিকে এক ঘন্টা পর্যন্ত ব্যবহার করা সম্ভব। এছাড়া, ইয়ারবাডটিকে পুরোপুরি চার্জ দিতে সময় লাগবে অন্তত ৩ ঘন্টা।

নয়া Jabra Elite 4 Active ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটিতে অ্যামাজন অ্যালেক্সা, গুগল ফাস্ট পেয়ার প্রযুক্তি সাপোর্ট করবে। পরিশেষে বলা যায়, ইয়ারবাডটি একেবারে হালকা ওজনের হওয়ায় দীর্ঘক্ষন ধরে এটি কানে রাখলেও কোনো অসুবিধা হবে না।