রাত পোহালেই লঞ্চ, টাটা-মারুতিকে টেক্কা দিতে দুর্দান্ত মাইলেজের SUV আনছে Kia

গত মাসে Kia তাদের জনপ্রিয় এসইউভি, Sonet-এর Facelift ভার্সন ভারতে উন্মোচন করেছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে এটি। নতুন মডেলের অগ্রিম বুকিং আগেই চালু করেছে কিয়া। ২৫,০০০ টাকা টোকেন হিসেবে জমা রেখে গ্রাহকরা প্রি-বুকিং করতে পারবেন। রাত পোহালেই আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে গাড়িটি। চলুন কিয়া সনেট ফেসলিফ্টের সম্ভাব্য দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

2024 Kia Sonet: ভ্যারিয়েন্ট, ট্রিম, সম্ভাব্য দাম

সনেট ফেসলিফ্টের গ্রহণযোগ্যতা বাড়াতে বিন্দুমাত্র কার্পণ্য করতে নারাজ কিয়া। সেই কারণে নানা ধরনের গ্রাহকদের বাছাইয়ের সুবিধার্থে তিনটি আলাদা টিম থাকছে এতে। এগুলি হল- Tech Line, GT Line এবং X-Line। তবে সবমিলিয়ে ভ্যারিয়েন্টের সংখ্যা সাত।। দাম ৮ লাখ টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা (এক্স-শোরুম)।

2024 Kia Sonet: ইঞ্জিন ও ট্রান্সমিশন

আগের মডেলের মতো ফেসলিফ্টেও তিন ধরনের ইঞ্জিন অপশন দেওয়া হচ্ছে। সাধারণ পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের পাশাপাশি থাকছে টার্বো পেট্রোল ইঞ্জিন। সাধারণ পেট্রোল ইঞ্জিনটির সঙ্গে পাঁচ ধাপ যুক্ত গিয়ার বক্স উপলব্ধ রয়েছে। এটি এক লিটার পেট্রোলে ১৮.৩ কিমি রাস্তা পাড়ি দিতে সক্ষম। অন্যদিকে টার্বো পেট্রোল ভ্যারিয়েন্টে সিক্স স্পিড ইন্টেলিজেন্স ম্যানুয়াল গিয়ার বক্স ও সাত গতির ডুয়াল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম মিলবে। এই দুই ক্ষেত্রে যথাক্রমে ১৮.৭ কিমি/লিটার এবং ১৯.২ কিমি/লিটার মাইলেজ পাওয়া যাবে।

ডিজেল চালিত ইঞ্জিনটির সঙ্গে যোগ্য সঙ্গত করছে সিক্স স্পিড ইন্টেলিজেন্ট ম্যানুয়াল গিয়ারবক্স। এতে প্রায় ২২.৩ কিমি/লিটার মাইলেজ পাওয়া যাবে বলেই দাবি করেছে কিয়া। ডিজেল ইঞ্জিনের সঙ্গে সিক্স স্পিড টর্ক কনভার্টার গিয়ার বক্সের অপশনও দেওয়া হচ্ছে। এটিতে লিটার প্রতি ১৮.৬ কিমি পর্যন্ত চালানো যাবে।

2024 Kia Sonet: প্রতিদ্বন্দ্বী

সাম্প্রতিককালে ভারতের বাজারে কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের গাড়ির বিক্রি বেড়েছে লক্ষণীয়ভাবে। বিভিন্ন সংস্থায় এমন এসইউভি মডেল লঞ্চ করেছে বিগত কয়েক বছরে। 2024 Kia Sonet লঞ্চের পর একে টক্কর দিতে আসবে Maruti Suzuki Brezza, Hyundai Venue, Nissan Magnite, Renault Kiger, Tata Nexon এবং Mahindra XUV300।