আম্বানিদের বিয়েতে মজেছেন ধোনি, অন্যদিকে CSK ক্যাম্পে IPL-এর জন্য যোগ দিলেন এই তারকারা

২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এ অভিযান শুরু করবে চেন্নাই দল।

গুজরাটের জামনগরে চলছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরিমনি। তিন দিনের এই অনুষ্ঠানে জাতীয়-আন্তর্জাতিক সেলিব্রিটি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) উপস্থিত রয়েছেন। মাহি তার স্ত্রী সাক্ষীকে নিয়ে এখানে উপস্থিত থাকলেও তাঁর দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ইতিমধ্যেই আইপিএল ২০২৪ (IPL 2024)-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২২ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের অনুশীলন শিবিরে উপস্থিত হয়েছেন ফাস্ট বোলার দীপক চাহার (Deepak Chahar ) ও রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) । নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে জাতীয় দলেও ফিরতে চান চাহার। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ”শুক্রবার স্থানীয় (ভারতীয়) খেলোয়াড়দের প্রথম ব্যাচ এখানে পৌঁছেছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও খেলোয়াড় আসবে বলে আশা করা হচ্ছে।”

চেন্নাই সুপার কিংস এর আগে শুক্রবার শহরে প্রথম ব্যাচের খেলোয়াড়দের আগমন নিশ্চিত করেছিল। তাদের‌ মধ্যে ছিলেন সিমরজিৎ সিং (ফাস্ট বোলার), রাজবর্ধন হাঙ্গারগেকর (অলরাউন্ডার), মুকেশ চৌধুরী (ফাস্ট বোলার), প্রশান্ত সোলাঙ্কি (স্পিনার), অজয় মণ্ডল (অলরাউন্ডার) এবং দীপক চাহার (ফাস্ট বোলার)।

গত বছরের ডিসেম্বরের পর থেকে কোনও ফরম্যাটে ক্রিকেট খেলেননি চাহার। বাবার অসুস্থতার কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও নাম প্রত্যাহার করে নেন তিনি। গত মাসে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) অনুশীলনের সময় নিজেকে সম্পূর্ণ ফিট বলে ঘোষণা করেন তিনি। বারবার চোটে পড়া এই ফাস্ট বোলার জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলে ফেরার দিকে তাকিয়ে আছেন।

ভক্তদের প্রিয় এবং দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আগমন এখনও নিশ্চিত হয়নি। শুক্রবার জামনগরে স্ত্রী সাক্ষীর সঙ্গে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাকে। ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে আইপিএল ২০২৪-এ অভিযান শুরু করবে চেন্নাই দল।