39 কোটি কিমি পথ দৌড়ে নজির Ather এর বৈদ্যুতিক স্কুটারের, 2022 এর চেয়ে 458% বেশি

Avatar

Updated on:

Ather Energy E-Scooter clocked over 389 million Km

ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ এথার এনার্জি (Ather Energy)-র ই-স্কুটার গত বছরে কত কিমি পথ সফর করেছে তার পরিসংখ্যান প্রকাশ এল। ‘Ather in 2022’ নামক ওই রিপোর্টে উল্লেখ রয়েছে কিভাবে তাদের ব্যাটারি চালিত স্কুটার যাতায়াতের মূল মাধ্যম হয়ে উঠছে। বিশেষত ছোট শহর এবং মফস্বল অঞ্চলগুলিতে। সংস্থার দাবি ২০২২-এ তাদের সমস্ত স্কুটার ৩৮.৯ কোটি কিলোমিটারের অধিক পথ অতিক্রম করেছে। যা ২০২২-এর তুলনায় ৪৫৮% বেশি।

এথারের পরিবেশবান্ধব বাহনে সর্বাধিক পথ অতিক্রম করা হয়েছে, এমন শহরের তালিকার শীর্ষস্থানে রয়েছে বেঙ্গালুরু এবং চেন্নাই। সেখানে তাদের বৈদ্যুতিক স্কুটার ব্যবহারকারীরা সম্মিলিতভাবে যথাক্রমে ৮.২ কোটি ও ৩.৩ কোটি কিলোমিটার অতিক্রম করেছে। আর পুণেতে এথারের স্কুটারের অতিক্রান্ত পথের পরিমাণ ২.৫ কোটি কিমি।

নতুন দিল্লি এবং হায়দ্রাবাদের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বৈদ্যুতিক স্কুটার বিক্রির শতকরা হার বৃদ্ধি পাচ্ছে। এইসব এলাকায় ই-স্কুটারে দূরবর্তী যাত্রার প্রথা বৃদ্ধি পাচ্ছে। আবার ছোট শহরাঞ্চলে নিত্যদিনের চলাফেরার জন্য ইলেকট্রিক স্কুটারের ব্যবহার বাড়ছে। পরবর্তী স্থানগুলিতে রয়েছে থাঞ্জাভুর, তিরুপ্পুর, পাঠানামঠিট্টা এবং অট্টপুর।

প্রসঙ্গত, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এথার এনার্জি মোট ৫৯,৪১৩ ইউনিট ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। ২০২১-এর তুলনায় যা ২২৪ শতাংশ বেশি। দেশে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বাড়তে দেখে তামিলনাড়ুর হোসুরে দ্বিতীয় কারখানার উদ্বোধন করেছে এথার। ৩ লক্ষ বর্গফুট জায়গায় জুড়ে গড়ে উঠেছে এটি। যা ২০২৩-২৪ আর্থিকবর্ষে এথারকে নিজেদের বার্ষিক উৎপাদন ৪,২০,০০০ ইউনিট পর্যন্ত বাড়াতে সাহায্য করবে।

এথার সম্প্রতি এথারস্ট্যাক ৫.০ সফ্টওয়্যার আপডেট ছাড়া চালু করেছে। যার ফলে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত হয়েছে তাদের স্কুটারে। যা রাইডিংয়ের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি 450X ও 450 Plus স্কুটার দুটির জন্য ছয়টি নতুন রঙ উন্মোচিত করেছে সংস্থাটি – স্পেস গ্রে, স্টিল হোয়াইট, সল্ট গ্রীন, ট্রু রেড, কসমিক ব্ল্যাক ও লুনার গ্রে।

সঙ্গে থাকুন ➥