লক্ষাধিক টাকা খরচ করে কেন কিনতে যাবেন? ই-স্কুটার এবার সাবস্ক্রিপশনে দেবে Ola Electric

Avatar

Updated on:

Ola Electric launch subscription service

ওলা ইলেকট্রিক (Ola Electric) শীঘ্রই তাদের বৈদ্যুতিক স্কুটার গ্রাহকদের ক’সপ্তাহ নিজের কাছে রেখে চালানোর জন্য সাবস্ক্রিপশন প্ল্যান আনতে চলেছে। বৃহস্পতিবার সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল এ কথা বলেছেন। ঘোষণার আগের দিন অর্থাৎ বুধবার এ বিষয়ক টুইটারে একটি ভোটগ্রহণ পালা চালু করেছিলেন তিনি।

ভোটাভুটিতে দেখা যায় ৭৭ শতাংশ অর্থাৎ ৮,৫০০-এর বেশি গ্রাহক সাবস্ক্রিপশন সহ ওলার ইলেকট্রিক স্কুটার আনার পক্ষে নিজেদের মত দান করেছেন। বাকিরা বিপক্ষে ভোট দিয়েছেন। বেশিরভাগ ক্রেতার সম্মতি দেখে আগরওয়াল সাংবাদিকদের এই পরিষেবা শীঘ্রই আনার বিষয়ে জানান।

আগারওয়াল বলেন, “আমরা কেবলমাত্র ম্যানুফ্যাকচারিং ফার্ম নই। আমরা উপভোক্তাদের কথাও ভাবি। দেখা গেছে আমাদের বেশিরভাগ ক্রেতা সাবস্ক্রিপশন ভিত্তিক মডেলে আগ্রহী। তাই আমরা এটি আনবো। ২০২৫-এর মধ্যে ভারতীয়রা যাতে আইসিই যানবাহন না কেনে, সেই চেষ্টা করছে ওলা।” তিনি যোগ করেন, “পরবর্তী বছরের মধ্যে আমাদের Ola S1-এর স্কুটারগুলি Honda Activa-এর বিক্রিকে ছাপিয়ে যাবে।”

আগারওয়াল বলেন, ২০২৩-এর মধ্যে তারা লিথিয়াম আয়ন সেল উৎপাদনের জন্য তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে একটি নতুন কারখানা গড়ে তুলবে। প্রাথমিক পর্যায়ে যার সক্ষমতা হবে ৫ গিগাওয়াট। আবার সামনের বছর তারা ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে। নিজেদের তৈরি ইলেকট্রিক সেল ওলা তাদের মোটরসাইকেল এবং স্কুটারে ব্যবহার করার পর অবশিষ্ট সেল অন্যান্য সংস্থার কাছে বিক্রি করবে বলে জানিয়েছে।

সঙ্গে থাকুন ➥