বাইকে আয়রন ম্যানের শক্তি! সবাইকে চমকে দিয়ে হাজির TVS Raider 125 Super Squad এডিশন

মার্ভেল ফ্যানদের মুখে হাসি ফুটিয়ে তাদের পছন্দের গ্রাফিক্সের সঙ্গে নজরকাড়া স্টাইলের স্পেশ্যাল এডিশন বাইক নিয়ে হাজির টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। সংস্থার ১২৫ সিসির স্পোর্টি কমিউটার মোটরসাইকেল Raider 125 এর Super Squad Edition লঞ্চ হল আজ। যা মার্ভেলের সুপার হিরোদের দ্বারা অনুপ্রাণিত। দুটি জনপ্রিয় চরিত্রের সাথে মিল রেখে জোড়া পেইন্ট স্কিনে এসেছে বাইকটি। একটি আয়রন ম্যান (Iron Man) এবং অপরটি ব্ল্যাক প্যান্থার (Black Panther)। নতুন TVS Raider Super Squad Edition কিনতে খরচ পড়বে ৯৮,৯১৯ টাকা (এক্স-শোরুম)। Raider-এর নয়া ভার্সনটি সংস্থার সমস্ত শোরুমেই উপলব্ধ বলে জানিয়েছে টিভিএস।

TVS Raider Super Squad Edition লঞ্চ হল

প্রত্যাশা মতো সুপার স্কোয়াড এডিশনে লাল ও কালো রঙ সহ আয়রন ম্যান গ্রাফিক্স রয়েছে। অন্যদিকে ব্ল্যাক প্যান্থার গ্রাফিক্স ফুটিয়ে তোলা হয়েছে ব্ল্যাক ও পার্পেল কালার স্কিম দ্বারা। টিভিএস যে এই প্রথম মার্ভেল এডিশনের বাইক লঞ্চ করেছে তেমন নয়। এর আগে তারা Ntorq 125 স্কুটারটি উক্ত এডিশনে লঞ্চ করেছে। যাতে উপলব্ধ চারটি কালার স্কিম – থর, আইরন ম্যান, ব্ল্যাক প্যান্থার এবং স্পাইডারম্যান।

টিভিএস Raider 125-এর কারিগরিতে কোনরকম পরিবর্তন ঘটায়নি। অন্যান্য মডেলের মতোই এটি একটি ১২৪.৮ সিসি এয়ার কুল্ড মোটরে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ১১.২২ বিএইচপি শক্তি এবং ১১.২ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের সাথে তাল মেলাতে রয়েছে পাঁচ গতির গিয়ারবক্স। জ্বালানির খরচ কমাতে এতে উপস্থিত একটি সাইলেন্ট মোটর স্টার্টার এবং আইডলিং স্টপ-স্টার্ট সিস্টেম।

সাসপেনশনের দায়িত্ব সামলাতে TVS Raider Super Squad Edition-এ উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ৫-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার মোনোশক। বাইকটি ২৪০ মিমি ফ্রন্ট ডিস্ক অথবা ১৩০ মিমি ফ্রন্ট ড্রাম ব্রেক সহ বেছে নেওয়া যাবে। উভয় ক্ষেত্রেই পেছনে রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সামনে ৮০/১০০ সেকশন ও পেছনে ১০০/৯০ সেকশন টিউবলেস টায়ার উপস্থিত।