HomeGamesGarena Free Fire Max Redeem Code for 26 May 2024: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

Garena Free Fire Max Redeem Code for 26 May 2024: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স (Garena Free Fire Max) গেমে যদি স্কোর করতে চান, তাহলে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জেনে রাখা দরকার। যেমন ধরুন, কোনও জনপ্রিয় লোকেশনে প্যারাসুট দিয়ে নামার পরিবর্তে আপনাকে নামতে হবে অপরিচিত কোনও জায়গায়। সেখানে নিশ্চয়ই আপনি কোনও না কোন অস্ত্র পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি বিভিন্ন ধরনের ইনগেম আইটেম নিয়ে খেলায় নামেন, তাহলে তো আর কথাই নেই। আর ইনগেম আইটেমগুলি বিনামূল্যে অর্জনের জন্য আপনার কাছে রয়েছে প্রতিদিনের রিডিম কোড (Redeem Code)। এই রিডিম কোড থেকে আপনি ডায়মন্ড সহ বিভিন্ন রিওয়ার্ডস জিততে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ফ্রি রিডিম কোডগুলি।

Garena Free Fire Max Redeem Codes for 26 May 2024

আজ অর্থাৎ 26 May- এর Garena Free Fire Max Redeem Codes হল- 7T5U9X3R2M4G51N8

D5V42G9N52S1F3K8
F2G55H12J7K9M6Q3
P4A6B22C5D59F8G7
L9F522D1R6T2M7H3
C2H6J29K8DL5S7N4
S2D5KD9G38J6R8F4
M1N2B3H86J7KD8L9
A2S5D1D8F3G4H7J6
G6H2J9K5L03ND4M1
F3G5H1DJ06K9M4L7
8N5K4M2H07J9DDG1
D1F31HD6J7K8L2M5
S2A5D9F11G3H7DJ4
L1K2J4DH17G5F9D8
N4M2K6J82H7GD3
F1G5H7DJ4K92L2M1N3
8N2M5K3J6H34DDG9
D3F1G7H24DJ5K6L8
S2A5DD4F87G3H7J1

How to Redeem Today Garena Free Fire and Garena Free Fire Max Redeem Codes

আজ অর্থাৎ ২৬ মে-র ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে রিওয়ার্ড জিততে প্রথমেই অফিসিয়াল Redemption Site, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ ভিজিট করতে হবে।

এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি ব্যবহার করে উপরোক্ত ওয়েবসাইটে লগ-ইন করতে হবে।

তারপর উপরে দেওয়া একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করে নেওয়া যাবে।

একবার কোডটি রিডিম হয়ে গেলে, আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন। তবে এর জন্য ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে।

RELATED ARTICLES

আরও পড়ুন