Mahindra XUV400 EV: মাহিন্দ্রা নতুন ইলেকট্রিক SUV-র ফার্স্ট লুক প্রকাশ করল, ভারতে পর্দাফাঁস 8 সেপ্টেম্বর, কড়া চ্যালেঞ্জের মুখে Tata

এসইউভি গাড়ির সুদক্ষ কারিগর মাহিন্দ্রা (Mahindra) ভারতে তাদের প্রথম ইলেকট্রিক SUV মডেলের উপর থেকে এ মাসেই পর্দা সরাতে চলেছে। বাজারে প্রধান প্রতিপক্ষ টাটা মোটরস (Tata Motors)-এর বৈদ্যুতিক কম্প্যাক্ট এসইউভি Nexon EV-র জনপ্রিয়তায় ভাগ বসাতে XUV400 Electric গাড়ি আনছে তারা। ভারতের রাস্তায় একাধিকবার ট্রায়াল চালাতে দেখা গেলেও এই প্রথম সংস্থার তরফে টিজারের মাধ্যমে গাড়িটির ফার্স্ট লুক প্রকাশ হল। তাতে এটি যে ব্যাটারি পরিচালিত হবে, সেটা নিশ্চিত করে ফ্রন্ট ফেসিয়া দেখানো হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর Mahindra XUV400 ইলেকট্রিক গাড়িটি আত্মপ্রকাশ করবে বলে   বার্তা দিয়েছে তারা।

গাড়িটির দাম সম্পর্কে কোনো তথ্য না জানা গেলেও অনুমান করা হচ্ছে Nexon EV-র সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হবে। তবে ৮ সেপ্টেম্বর বিশ্ব ইভি দিবসে মাহিন্দ্রা নতুন মডেলটির কেবল ঝলক দেখাবে নাকি লঞ্চ করবে সে বিষয়ে এখনও অস্পষ্ট। টিজারে Mahindra XUV400-এর আউটলাইন দেখানো হয়েছে। এটির পাওয়ারট্রেন সম্পর্কে ধারণা দিতে, গাড়ির সাথে সংযুক্ত চার্জিং প্লাগ দেখানো হয়েছে। গাড়িটির সম্মুখে ডিআরএল সহ প্রোজেক্টার হেডল্যাম্প কার্যত দৃষ্টি আকর্ষণ করছে। তামাটে রঙের টুইন পিক লোগোর ঝলক দেখানো হয়েছে।

মাহিন্দ্রার আসন্ন ইলেকট্রিক এসইউভির দাম ১৫-২০ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ৩০-৪০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যাক সমেত মডেলটির রেঞ্জ ৩০০-৪০০ কিমি আশা করা যায়। আবার অনেকের ধারনা XUV400 নামটি এর ৪০০ কিমি রেঞ্জকেই নাকি ইঙ্গিত করছে। গাড়িটির বিস্তারিত স্পেসিফিকেশন উন্মোচনের পর জানা যাবে।

Mahindra XUV400 লম্বায় ৪.২ মিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। পেছনের দরজা বড় হওয়ার জন্য বুট স্পেস বেশি মিলতে পারে এতে। মাহিন্দ্রার গাড়ি মানেই অত্যাধুনিক ফিচারের ছড়াছড়ি। তাই এক্ষেত্রেও তার ব্যাতিক্রম ঘটবে না বলেই মনে করা হচ্ছে। গাড়িটির মোটরের আউটপুট ১৫০ বিএইচপি হতে পারে। Nexon EV ছাড়াও MG ZS EV-র সাথেও রেষারেষি চলবে XUV400-এর।