Honor Pad 9: 512GB স্টোরেজ, 8,300mah ব্যাটারি! বছরের শেষ ট্যাব লঞ্চ করছে অনর

এই সপ্তাহে স্মার্টফোন দুনিয়ায় সবচেয়ে বড় চমক হতে চলেছে Honor 90 GT। পাশপাশি অনরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামী ২১ ডিসেম্বর ফোনটির সঙ্গে Honor Pad 9 ট্যাবলেটও আত্মপ্রকাশ করবে। এই ট্যাবটি Honor Pad 8-এর উত্তরসূরি, যা গত বছর Qualcomm Snapdragon 680 চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল। এদিকে অনর ট্যাবটির ডিজাইন প্রকাশ করলেও, স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানায়নি। তবে এখন এক টেক ব্লগারের সৌজন্যে Honor Pad 9-এর সেই অজানা তথ্যগুলিও সামনে চলে এসেছে৷

Honor Pad 9-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সূত্রের দাবি, অনর প্যাড ৯ ট্যাবটি এজি গ্লাস প্রযুক্তি যুক্ত ১২.১ ইঞ্চির পেপার আই-প্রোটেক্টিং সফট লাইট স্ক্রিনের সাথে আসবে, যা আরামদায়ক ও গ্লেয়ার-ফ্রি ভিউয়িং এক্সপেরিয়েন্সের জন্য ৯৮ শতাংশ প্রতিফলিত আলো দূর করবে। ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেটে চলবে। অনর প্যাড ৯-এ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মিলবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, অনর প্যাড ৯-এ শক্তিশালী ৮,৩০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অনুমান, সম্প্রতি HEY2-W09 এবং HEY2-W19 মডেল নম্বর যুক্ত যে দুই ডিভাইস চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে দেখা গেছে, সেগুলি আসলে অনর প্যাড ৯-এরই ভ্যারিয়েন্ট। এই ট্যাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ প্রি-ইনস্টলড থাকত পারে।

এছাড়া ফটোগ্রাফির জন্য, Honor Pad 9-এ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে। অডিওর জন্য, ট্যাবটি পূর্বসূরির মতোই আটটি স্পিকার দ্বারা সজ্জিত হবে। পাওয়া যাবে কালো, সাদা, ও সবুজ রঙে। HEY2-W09 ভ্যারিয়েন্টটি গত নভেম্বরে টিডিআরএ (TDRA)-এর ছাড়পত্র পেয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে লঞ্চ নিশ্চিত করেছে। এছাডা, ট্যাবটি আর কোন কোন দেশে আসবে, তা এখনও স্পষ্ট নয়।