দীপাবলির বাজার কাঁপাতে লঞ্চ হল TVS Ronin স্পেশাল এডিশন, ডিজাইন মুগ্ধ করবে

দেশের রেট্রো বাইকের সম্রাট রয়্যাল এনফিল্ডের সাথে টক্কর নেওয়ার জন্য প্রতিমুহূর্তে চেষ্টা চালিয়ে চলেছে দেশ-বিদেশের নামিদামি মোটরসাইকেল নির্মাতারা। Classic, Bullet, Meteor কিংবা Hunter-এর সমকক্ষ হয়ে ওঠা দৌড়ে সামিল তারা। রয়্যালকে টেক্কা দিতে । রয়্যালকে টেক্কা দিতে গত বছরের জুলাইতে ভারতের অন্যতম জনপ্রিয় টু-হুইলার নির্মাতা TVS লঞ্চ করেছিল তাদের প্রথম মর্ডান-ক্লাসিক স্টাইলের বাইক, Ronin। যার লুকস সর্বত্র প্রশংসিত হয়েছিল। দীপাবলির প্রাক্কালে এবার বাইকটির স্পেশাল এডিশন লঞ্চ করল সংস্থা। যার দাম রাখা হয়েছে ১.৭৩ লক্ষ টাকা (এক্স শোরুম)। স্টাইলে কিছু পরিবর্তনের পাশাপাশি নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে টিভিএসের এই নিও-রেট্রো মডেলে। চলুন সেইসব খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

TVS Ronin Special Edition: ডিজাইন ও কালার স্কিম

টিভিএস রনিন স্পেশাল এডিশনের বডি গ্রাফিক্স তার স্ট্যান্ডার্ড সংস্করণের তুলনায় ভিন্ন। এতে রয়েছে নতুন নিম্বাস গ্রে রঙের ছোঁয়া। স্পষ্ট করে বলতে হলে মোট তিন ধরনের রঙের মিশ্রণ ঘটেছে এই বাইকটিতে। ধূসর রংয়ের বেসের উপর ফুয়েল ট্যাঙ্ক ও সাইড প্যানেল বরাভর সাদা এবং লাল রঙের স্ট্রাইপ লক্ষ্য করা যায়। “R” লেখা লোগোর চারপাশে সুচারু কাজ নজরে আসে। চাকার রিম এবং হেডল্যাম্পের চারপাশের অংশ কালো রঙের। পাশাপাশি এই স্পেশাল এডিশন মডেলে অ্যাক্সেসরিজ হিসাবে থাকছে ইউএসবি চার্জার, উইন্ডশিল্ড এবং ভিন্নভাবে ডিজাইন করা EFI কভার।

TVS Ronin Special Edition: ইঞ্জিন স্পেসিফিকেশন

ডিজাইন এবং রং পরিবর্তন করা হলেও টিভিএস রনিন স্পেশাল এডিশনের ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে কোনরকম কাটাছেঁড়া করা হয়নি। পূর্বের মতোই এতে ২২৫.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত অয়েল কুন্ড ইঞ্জিন বর্তমান। যা ৭৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২০.১ বিএইচপি ক্ষমতা এবং ৩৭৫০ আরপিএম গতিতে সর্বাধিক ১৯.৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে। সঙ্গে স্লিপার ক্লাচ যুক্ত ফাইভ স্পিড গিয়ারবক্স বিদ্যমান। সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের দিকে ৪১ মিমি ইউএসডি ফর্ক এবং পিছনে মনোশক অ্যাবজর্ভার (সাত ধাপ পর্যন্ত অ্যাডজাস্ট করা যাবে) ব্যবহার করা হয়েছে।

TVS Ronin Special Edition: গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

ব্রেকিং সিস্টেম হিসাবে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক বিদ্যমান। সামনের দিকে ৩০০ মিমি এবং পিছনের দিকে রয়েছে ২৪০ মিমি ডিস্ক। রাইডারের সুরক্ষার কথা মাথায় রেখে স্ট্যান্ডার্ড হিসাবে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। বাইকটির সামনের দিকে ইংরেজি হরফে T আকৃতির এলইডি ডিআরএল যুক্ত এলইডি হেডল্যাম্প আছে। এছাড়া, রেন ও আরবান রাইডিং মোড, অ্যাডজাস্টেবল লিভার, ১৭ ইঞ্চির অ্যালয় হুইল আছে। সাধারণ রনিনের তুলনায় স্পেশাল এডিশনের জন্য অতিরিক্ত ৪,০০০ টাকা খরচ করতে হবে আপনাকে।

TVS Ronin Special Edition লঞ্চ প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানির বিজনেস হেড (প্রিমিয়াম) ভিমল সাম্বলি বলেন, “মোটরসাইকেল চালানোর সময় কেমন ধরনের পরিস্থিতির সম্মুখীন হবো আমরা, তা আগে থেকে বলা মুশকিল। যে কোনো ধরনের পরিস্থিতির জন্যই অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং সাবেকি-আধুনিকতার মিশ্রণে TVS Ronin এসেছে আপনাদের জন্য। উৎৎসবের মরসুমে স্পেশাল এডিশন লঞ্চের মাধ্যমে এই যাত্রা আরও বহুদূর এগিয়ে যাবে বলেই আত্মবিশ্বাসী আমরা।”