Digital Voter ID: সাথে রাখতে হবেনা ভোটার কার্ড, ফোনে সহজেই ডাউনলোড হবে আইডি

Update: 2023-01-12 13:44 GMT

সাম্প্রতিক বছরগুলিতে ভারতের নাগরিকদের জন্য আধার (Aadhaar) কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে বটে, তবে ভোটার আইডি কার্ড এখনও আগের মতই প্রাসঙ্গিক। দেশের বা রাজ্যের সরকার নির্বাচনে অংশগ্রহণের (পড়ুন ভোটাধিকার প্রয়োগের) জন্য হোক কিংবা ভারতের নাগরিকত্বের প্রমাণের প্রয়োজন – যেকোনো ক্ষেত্রেই এই পরিচয়পত্রটি কাজে লাগে। সেক্ষেত্রে এদেশের বাসিন্দাদের সুবিধার জন্য এবার ফোনে ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করার বিকল্প দিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ফলত এখন থেকে ভোটার কার্ডধারীদের তাদের সাথে ফিজিক্যাল ভোটার আইডি কার্ড (আসল বা কাগজের ভোটার কার্ড) বহন করতে হবেনা।

Digilocker-এ সেভ করা যাবে Voter ID

আমরা সবাই জানি যে ভোটার আইডি কার্ড একটি অফিসিয়াল আইডেন্টিটি প্রুফ (প্রমাণ) হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু সেক্ষেত্রে আমাদের কার্ডটিকে সঙ্গে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়। তবে নির্বাচন কমিশনের নয়া সিদ্ধান্তের জেরে খুব শিগগির এই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে। এবার থেকে চাইলেই ফোনে ডিজিটাল ভোটার আইডি কার্ড পিডিএফ আকারে ডাউনলোড করে ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন ভারতের নাগরিকরা। এছাড়া প্রয়োজনে এটিকে ডিজিলকারে সেভ রাখাও যাবে। আসুন এখন জেনে নিই অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়মাবলী।

https://www.youtube.com/watch?v=iBrITL6jhnc

কীভাবে ডিজিটালি Voter ID ডাউনলোড করবেন?

ডিজিটাল ভোটার আইডি পাওয়ার জন্য, অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে; আপডেট করতে হবে কেওয়াইসি-ও। এরপর আপনি নির্দিষ্ট পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করে এভাবে ই-ভোটার (E-Voter) আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন –

১. প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://eci.gov.in/e-epic/ ক্লিক করুন।

২. এরপর ওয়েবপেজের ওপরদিকে 'ডাউনলোড ই-এপিক' (Download eEPIC) অপশনে ক্লিক করতে হবে।

৩. পরবর্তী ধাপে লগইন ডিটেইলস এন্টার করতে হবে।

৪. এক্ষেত্রে আবার 'ডাউনলোড ই-এপিক' অপশনে ট্যাপ করতে হবে।

৫. ট্যাপ করার পর ভোটার আইডি কার্ডের ১০ সংখ্যার অনন্য এপিক নম্বর লিখতে হবে।

৬. এই ধাপের পর আপনার সমস্ত বিবরণ যাচাই হবে এবং তারপর ডিজিটাল ভোটার আইডি কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে।

৭. এরপরে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে যা ভেরিফাই করতে হবে।

৮. এই কাজগুলি হয়ে গেলেই আপনি মোবাইলে পিডিএফ আকারে ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

Tags:    

Similar News