WhatsApp চ্যাটবক্সে লাগান ChatGPT, আপনি ব্যস্ত থাকলে চলে যাবে অটো রিপ্লাই
হালফিল সময়ে WhatsApp-এ আমরা ব্যাপকভাবে চ্যাটবটের ব্যবহার দেখতে পাই। বিভিন্ন কোম্পানি এখন ইউজারের রেজিস্টার্ড নম্বরে WhatsApp অ্যাকাউন্ট থাকলে তাতে চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন আপডেট বা নোটিফিকেশন পাঠায়; একইভাবে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির মাধ্যমে মেলে কাস্টমার কেয়ারের পরিষেবাও। সেক্ষেত্রে আপনি যদি ব্যবসা বা অন্য কোনো কাজের জন্য WhatsApp-এ নিজস্ব চ্যাটবট চালু করতে চান, তাহলে আপনার জন্যও রয়েছে ChatGPT-র ভরসার হাত। না, WhatsApp এই জনপ্রিয় AI টুলটি সরাসরি ব্যবহার করার কোনো অপশন দেয়না। তবে আপনি চাইলে তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে সহজেই এই প্ল্যাটফর্মে ChatGPT সংহত করতে পারেন। এতে করে ChatGPT-এর মাধ্যমে WhatsApp থেকে করা কাজ সহজ এবং মজাদার হয়ে যাবে।
যেমন ধরুন হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে, এদিকে আপনি সেই সময় ব্যস্ত রয়েছেন – সেক্ষেত্রে চ্যাটজিপিটি আপনার হয়ে উত্তর দেবে। এছাড়াও আপনি যদি হোয়াটসঅ্যাপে একটি নোট লিখতে চান, তাহলে সেই কাজও করে দেবে এআই টুলটি। আসুন এখন জেনে নিই, কীভাবে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ইন্টিগ্রেট করে ব্যবহার করা যাবে।
WhatsApp-এ নিজের চ্যাটবট পেতে করুন এই কাজ
জানিয়ে রাখি গিটহাব (GitHub) নামক একটি বিশেষ ওয়েবসাইট রয়েছে, যেখানে ডেভেলপাররা বিভিন্ন ফিচারের কোড শেয়ার করে থাকেন। এই ওয়েবসাইট থেকে প্রাপ্ত কোডের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের সাথে চ্যাটজিপিটি যুক্ত করতে পারেন। ডেভেলপার ড্যানিয়েল একটি পাইথন (Python) স্ক্রিপ্ট তৈরি করেছেন যেটির মাধ্যমে এই কাজ হবে। তবে এর সাথে ব্যবহার করতে হবে ল্যাঙ্গুয়েজ লাইব্রেরিও।
যা করণীয়
১. হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ইন্টিগ্রেট করতে হবে প্রথমে https://github.com/danielgross/whatsapp-gpt ভিজিট করুন।
২. এরপর, আপনাকে ডান কোণায় থাকা 'কোড' (Code)-এ ক্লিক করতে হবে এবং 'ডাউনলোড জিপ' (Download Zip) অপশন বেছে নিতে হবে।
৩. আগের অপশনটি ওপেন করলে আপনি Server.py অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করতে হবে।
৪. পরবর্তী ধাপে এই ফাইল ইনস্টল করে, আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন।
৫. মনে রাখবেন এই সুবিধা পেতে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই (API) রেজিস্টার্ড করতে হবে। তবেই চ্যাটের জন্য ফ্লো তৈরি হবে।
৬. এক্ষেত্রে চ্যাট ডেভেলপার/চ্যাট বিল্ডার ব্যবহার করুন এবং আপনার চ্যাটবট পরীক্ষা করুন।
৭. তারপরে আপনার ফোনে এপিআই চ্যাটবট রাখুন
এবং ওপেনএআই (openAI) মানে চ্যাটজিপিটির মূল উৎসে অ্যাকাউন্ট তৈরি করুন।
৮. প্রোগ্রাম ইন্টারফানের পেজ রিডাইরেক্ট করুন।
৯. এবারে একটি নতুন সিক্রেট বা গোপন কী (key) তৈরি করুন।
১০. ফাইনাল ইন্টিগ্রেশনের কাজ সেরে নিন এবং তৈরি করুন হোয়াটসঅ্যাপ বট। এই কাজের সময় কিন্তু সতর্ক থাকবেন, কারণ হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনের সময় সন্দেহজনক কিছু খুঁজে পেলে আপনার অ্যাকাউন্ট ব্লক করতে পারে।