Pension Slip: সুখবর, খুব সহজে WhatsApp থেকে ডাউনলোড করুন পেনশন স্লিপ, জানুন কীভাবে
গ্রাহকদের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য অসংখ্য কোম্পানির পছন্দের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে WhatsApp। এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে এখন জিও মার্ট (Jio Mart), আইআরসিটিসি (IRCTC), উবের (Uber) সহ অন্যান্য অনেক সরকারি সংস্থাই বিভিন্ন পরিষেবা প্রদান করে থাকে। এছাড়াও, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক গুলিও তাদের গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য মেটা মালিকাধীন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। এমনকি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-ও তাদের গ্রাহকদের এই ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে একাধিক পরিষেবা দিয়ে থাকে।
বর্তমানে প্রবীণ নাগরিক সহ SBI-এর সকল গ্রাহকরা WhatsApp এর মাধ্যমে তাদের বেশিরভাগ ব্যাঙ্কিং পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারেন। এমনকি প্রবীণ নাগরিকরা WhatsAp এর মাধ্যমে পেনশন স্লিপও পেতে পারেন। তবে, স্টেট ব্যাঙ্ক-এর গ্রাহকদের এই ধরনের ব্যাঙ্কিং পরিষেবাগুলি পেতে রেজিস্ট্রেশন করা প্রয়োজন।
WhatsApp-এ SBI-এর পরিষেবাগুলি পেতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
এর জন্য আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে +917208933148 নম্বরে 'WAREG A/C No' লিখে একটি এসএমএস পাঠাতে হবে। এরপর আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন। আর একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রবীণ নাগরিকেরা সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের পেনশন স্লিপও পেয়ে যাবেন।
WhatsApp-এ পেনশন স্লিপ পাওয়ার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন-
১) প্রথমে +919022690226-এই নম্বরে "হ্যালো" বা "হাই" টেক্সট করুন অথবা সাইন আপ করার পরে আপনি হোয়াটসঅ্যাপ-এ যে মেসেজ পেয়েছেন তার উত্তর দিন।
২) তারপর অ্যাকাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং বা রেজিস্ট্রেশন বাতিল করার মতো পরিষেবাগুলি বেছে নেওয়ার জন্যেও আপনি অনেকগুলি অপশন পাবেন।
৩) সেখানে পেনশন স্লিপ অপশনটি বেছে নিন । তারপর যে মাসের স্লিপ প্রয়োজন সেটি সিলেক্ট করুন৷
৪) তারপর WhatsApp চ্যাটবক্স-এ আপনি আপনার এসবিআই পেনশন স্লিপ পেয়ে যাবেন।