Voter Card Alternative: ভোটার কার্ডের দরকার নেই, এই এগারোটি ডকুমেন্টের কোনো একটি থাকলেই ভোট দিতে পারবেন
19 শে এপ্রিল থেকে শুরু হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন, যা এই বছর সাতটি ধাপে সম্পন্ন করা হবে। আমরা সকলেই জানি নির্বাচনের দিন ভোট দেওয়ার জন্য নিজের ভোটার আইডি কার্ড (Voter ID Card) নিয়ে যাওয়া আবশ্যক। তবে ভোটের দিন বুথে ভোটার আইডি কার্ড না নিয়ে গেলে কি করতে হবে সেটি অনেকেই জানেন না। তবে জানিয়ে রাখি যে, যদি এরকম কোনো ঘটনা ভোটের দিন ঘটে তাহলে, আপনি 11 টি নথি ব্যবহার করে ভোট দিতে পারবেন।
কিভাবে ভোটার আইডি ছাড়া ভোট দেবেন?
আপনি ভোটার আইডি কার্ড ছাড়াও যে ডকুমেন্টগুলি ভোট দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন সেগুলি হল -
1) প্যান কার্ড,
2) আধার কার্ড,
3) ড্রাইভিং লাইসেন্স,
4) পাসপোর্ট,
5) রাজ্য কেন্দ্রীয় সরকার দ্বারা জারি করা সার্ভিস আইডি কার্ড,
6) PSU MNREGA জব কার্ড,
7) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা জারি করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড,
8) ব্যাংক বা পোস্ট অফিস থেকে জারি করা আপনার ছবিসহ পাসবুক,
9) অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ডকুমেন্ট,
10) সাংসদ, বিধায়ক বা এমএলসির দেওয়া সরকারি পরিচয় পত্র।
11) ভারত সরকার প্রদত্ত অনন্য প্রতিবন্ধী আইডি কার্ড UDID।
কিভাবে ঘরে বসে ভোটার আইডি কার্ড তৈরি করবেন?
এর জন্য প্রথমে https://www.nvsp.in/ অফিসিয়াল ওয়েবসাইটে যান।
এরপর সাধারণ ভোটারদের জন্য একটি নতুন রেজিস্ট্রেশন হোম পেজ খুলে যাবে।
তারপর এখানে সাইন আপ করুন।
এরপর সমস্ত প্রয়োজনীয় বিবরণ দিয়ে ফর্ম ফিলাপ করুন।
এবার মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা এবং ওটিপি লিখে রেজিস্ট্রেশন করলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।