Aadhaar link: মোবাইল নম্বর বদলেছেন? মাত্র 50 টাকা দিয়ে আধারের সাথে এভাবে লিঙ্ক করুন
বিগত এক দশকে আমাদের ভারতীয়দের কাছে আধার কার্ড (Aadhaar Card) খুবই গুরুত্বপূর্ণ একটি নথি হয়ে দাঁড়িয়েছে। পরিচয়পত্র হিসেবে সরকারি-বেসরকারি বিভিন্ন কাজেই এখন এটি প্রয়োজন হয়। এদিকে নিজ নিজ আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করাও একান্ত আবশ্যক, এতে আধার সংক্রান্ত বিভিন্ন কাজ খুব সহজে হয়ে যায়। এক্ষেত্রে আধারের সাথে লিঙ্কড্ বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে সমস্ত OTP বা কোড আসে। কিন্তু যদি এই লিঙ্কের ব্যাপার-স্যাপার মিটে যাওয়ার পর হঠাৎ কখনো ফোন নম্বর পরিবর্তনের প্রয়োজন হয় তখন কী করবেন?
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার পর যদি কোনো কারণে আপনি নিজের সেই নম্বরটি পরিবর্তন করে নতুন নম্বর নেন, তাহলে আপনাকে আধারের ডিটেইলসও পরিবর্তন করতে হবে। আর কীভাবে এই আপডেটের কাজ হবে, এতে কত খরচ হবে – আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ থাকবেনা!
কীভাবে Aadhaar Card-এ মোবাইল নম্বর পরিবর্তন করবেন?
আধারের সাথে ফোন নম্বর লিঙ্ক বা আপডেট করার প্রক্রিয়াটি বেশ সহজ। তাই মোবাইল নম্বর হারিয়ে ফেললে বা অন্য কোনো প্রয়োজনে মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে, আপনাকে ইউআইডিএআই (UIDAI) মানে আধার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে যে পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে তা হল –
১. আপনাকে নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।
২. এখানে আধার আপডেট/কারেকশন ফর্ম ফিল আপ করুন এবং ফর্মে আপনার মোবাইল নম্বর লিখুন।
৩. আধার অফিসারের কাছে ফর্মটি জমা দিন।
৪. বায়োমেট্রিক্স প্রদান করে ভেরিফিকেশন করান।
৫. এর জন্য আপনাকে মাত্র ৫০ টাকা ফি দিতে হবে।
৬. আবেদন করার পর আপনাকে আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) সম্বলিত একটি রসিদ দেওয়া হবে। এই নম্বরটি আপনি আপডেট স্ট্যাটাস চেক করার জন্য ব্যবহার করতে পারবেন।
৭. এক্ষেত্রে আপনার নতুন মোবাইল নম্বর ৯০ দিনের মধ্যে আধার ডেটাবেসে আপডেট হবে।