লকডাউনের মধ্যে বেড়েছে অনলাইন জালিয়াতি, কিভাবে বাঁচবেন জানাবে সাইবার দোস্ত

Avatar

Published on:

দেশে লকডাউনের জেরে সবাই ঘরবন্দি। এইসময় সরকারি ও বেসরকারি কর্মচারীরা বাড়ি থেকেই কাজ করছে। আর তারই ফায়দা তুলতে ব্যস্ত জালিয়াতরা। বাধ্য হয়ে সরকারকে জনসাধারণের উদ্দেশ্যে নিরাপদ থাকার কৌশল বাতলে দিতে হচ্ছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও একবার Cyber Dost এর টুইটার হ্যান্ডেল থেকে সাইবার সিকিউরিটি টিপস শেয়ার করেছেন। এর পাশাপাশি সরকারের তরফে বলা হয়েছে এই টুইটার হ্যান্ডেলের মাধ্যমে অনলাইন জালিয়াতি সম্পর্কে সচেতন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রক বাড়ি থেকে কাজ করা লোকদের সাইবার দোস্ত এর টুইটার হ্যান্ডেলটি ফলো করতে বলেছে। এছাড়াও ন্যাশনাল ক্রাইম পোর্টাল cybercrime.gov.in- তেও সাইবার অপরাধ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আবার আপনার সাথে এই ধরণের কোনো অপরাধ হলে তা রিপোর্ট করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

কিভাবে বাঁচবেন অনলাইন জালিয়াতি থেকে :

  • আপনার ব্যাংকের তথ্য কারো সাথে শেয়ার করবেন না।
  • ইউপিআই লেনদেন না বুঝলে চেষ্টা করবেন না।
  • ফোনে আসা যেকোনো লিংকে ক্লিক করবেন না।
  • গুগল থেকে কাস্টমার কেয়ার নম্বর বা ইউপিআই আইডি যাচাই করে কাজ করবেন।
সঙ্গে থাকুন ➥