লকডাউনে আটকে আছেন? গুগল ম্যাপ জানাবে পাশাপাশি কোথায় মিলবে খাবার ও থাকার জায়গা

Avatar

Published on:

এবার থেকে গুগল ম্যাপে আপনারা দেখতে পাবেন খাবারের এবং রাতে থাকার সমস্ত উপযুক্ত স্থানগুলি। করোনা ভাইরাস লকডাউন শুরু হওয়ার পরে গুগল ভারতের ত্রিশটি শহরে এই সার্ভিস শুরু করতে চলেছে। গুগলের তরফ থেকে জানানো হয়েছে যে তারা কেন্দ্রীয় এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে। এই সার্ভিস শুরু হওয়ার পর থেকে আপনারা গুগল ম্যাপেই উপযুক্ত লোকেশন এবং সম্পূর্ণ ডিটেইল সহ রাতে থাকার জায়গাটি পেয়ে যাবেন।

কিভাবে গুগল ম্যাপে খাবারের জায়গা বা রাতে থাকার জায়গা খুঁজবেন :

কাছাকাছির মধ্যে জায়গা খুঁজতে হলে ব্যবহারকারীদের সার্চ করতে হবে এই কথাটি লিখে-
Food Shelters in < সংশ্লিষ্ট শহরের নাম > অথবা Night Shelters in < সংশ্লিষ্ট শহরের নাম >। তারপরেই আপনার কাছে কাছাকাছি থাকা সমস্ত জায়গার ডিটেইলস চলে আসবে।

আর কিছুদিনের মধ্যে গুগল এই সার্ভিসটিকে হিন্দি ভাষায় চালু করার পরিকল্পনা নিচ্ছে, সঙ্গে পরবর্তীকালে আরো বেশি পরিমাণে জায়গার ডিটেল এবং শহর যোগ হতে চলেছে এই সার্ভিসে।

আমরা জানি লকডাউনের কারণে অনেকেই অনেক শহরে আটকে আছে, তারা চাইলেও বাড়ি ফিরতে পারছেনা। এখন সমস্ত রাজ্যের সীমানাও সিল করা আছে। ফলে গুগলের এই পরিষেবা মানুষের যে কাজে আসবে তা বলার অপেক্ষা রাখে না।

সঙ্গে থাকুন ➥