Aadhaar Card: আধার কার্ড নিয়ে এই ছোট্ট কাজ করতে গাফিলাতি করছেন না তো, পুজোর আনন্দ নষ্ট হতে পারে

Avatar

Published on:

How to lock aadhaar-card-stolen-aur-misplaced-check-simple-steps-lock-and-unlock-via-online-and-sms

ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড (Aadhar Card) একটি গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্কিং হোক বা বীমা, পাসপোর্ট হোক বা যে কোনো সরকারি কাজ, সব জায়গায়ই আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। কারণ, প্রত্যেকটি ক্ষেত্রেই আধার কার্ড (Aadhaar Card) একটি নির্ভরযোগ্য আইডি এবং ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করে। তাই কখনো আধার কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আমাদের বেশ বড়সড়ো সমস্যায় পড়তে হয়। আবার, আধার কার্ড যদি কোনো ভুল ব্যক্তির হাতে চলে যায়, তাহলে বিভিন্ন প্রতারণামূলক কাজে লাগিয়ে এটির অপব্যবহার করা হতে পারে।

তবে, এই ধরনের অপব্যবহার রোধ করতে আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI ব্যবহারকারীদের আধার কার্ড লক করার সুযোগ করে দিয়েছে। একবার আধার কার্ড লক করা হয়ে গেলে কোনো ভাবেই এটিকে আর ব্যবহার করা যাবে না। তবে আপনি আপনার প্রয়োজনমতো এটিকে আবার আনলকও করতে পারবেন।

আধার (UID) লক এবং আনলক কি?

আধার কার্ড লক করার মাধ্যমে, ব্যবহারকারীরা বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক রেকর্ড ব্যবহার প্রতিরোধ করতে পারেন।

আর যদি হারিয়ে যাওয়া আধার কার্ড ফিরে পাওয়া যায় বা নতুন আধার কার্ড তৈরি হয়ে যায়, তাহলে ব্যবহারকারীরা UIDAI ওয়েবসাইট বা mAadhaar অ্যাপের মাধ্যমে নতুন VID ব্যবহার করে তাদের UID আনলক করতে পারে। এছাড়াও, তারা আধার (UID) আনলক করার পরে UID, UID টোকেন এবং VID ব্যবহার করে পুনরায় নিজের আধার কার্ড ব্যবহার করতে পারেন।

কিভাবে অনলাইনে আপনার আধার কার্ড লক করবেন?

  • প্রথমে UIDAI ওয়েবসাইটে যান (https://uidai.gov.in/)।
  • এবার ‘My Aadhaar’ ট্যাবে ক্লিক করুন।
  • ‘Aadhaar Services’ বিভাগের অধীনে ‘Aadhaar Lock/Unlock’-এ ক্লিক করুন।
  • ‘Lock UID’ অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর আপনার আধার নম্বর, পুরো নাম এবং পিন কোড লিখুন।
  • ‘Send OTP’ অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন এবং সাবমিট করুন।

SMS মাধ্যমে কীভাবে আপনার Aadhaar Lock করবেন ?

আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ”GETOTP” লিখে ১৯৪৭ নম্বরে একটি OTP রিকোয়েস্ট পাঠান।

  • উদাহরণস্বরূপ, যদি আপনার আধার নম্বর হয় ১২৩৪৫৬৭৮৯০১২, তাহলে আপনি GETOTP ৯০১২ লিখে পাঠাবেন।
  • এরপর আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে LOCKUID OTP লিখে ১৯৪৭ নম্বরে একটি লকিং এসএমএস রিকোয়েস্ট পাঠান।
  • উদাহরণস্বরূপ, যদি আপনার আধার নম্বর হয় ১২৩৪৫৬৭৮৯০১২ হয় এবং আপনার OTP ১২৩৪৫৬ হয়, তাহলে আপনি LOCKUID ৯০১২ ১২৩৪৫৬ লিখে মেসেজ পাঠাবেন।
  • একবার আপনার আধার কার্ড লক হয়ে গেলে, আপনাকে UIDAI থেকে একটি কনফার্মেশন SMS পাঠানো হবে।

কীভাবে অনলাইনে আপনি আপনার আধার কার্ড আনলক করবেন?

  • প্রথমে UIDAI ওয়েবসাইটে যান (https://uidai.gov.in/)।
  • এবার ‘My Aadhaar’ ট্যাবে ক্লিক করুন।
  • তারপর ‘Aadhaar Services’ বিভাগের অধীনে ‘Aadhaar Lock/Unlock’-এ ক্লিক করুন।
  • তারপর ‘UID আনলক’ অপশনটি সিলেক্ট করুন।
  • এখন আপনি আপনার ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি লিখে ‘Send OTP’ অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন এবং সাবমিট করুন।

এসএমএসের মাধ্যমে কীভাবে আপনার আধার কার্ড আনলক করবেন ?

  • প্রথমে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ”GETOTP” লিখে ১৯৪৭ নম্বরে একটি OTP রিকোয়েস্ট পাঠান।
  • উদাহরণস্বরূপ, যদি আপনার ভার্চুয়াল আইডি হয় ১২৩৪৫৬৭৮ ৯০১২ ৮৮৮৮, আপনি মেসেজে লিখবেন GETOTP ১২৮৮৮৮।
  • এখন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে UNLOCKUID OTP লিখে ১৯৪৭ নম্বরে আনলক এসএমএস রিকোয়েস্ট পাঠান।
  • উদাহরণস্বরূপ, যদি আপনার ভার্চুয়াল আইডি হয় ১২৩৪৫৬৭৮ ৯০১২৮৮৮৮ এবং OTP হয় ১২৩৪৫৬, তাহলে আপনি UNLOCKUID ১২৮৮৮৮ ১২৩৪৫৬ লিখে মেসেজ পাঠাবেন।
  • এবার আপনার আধার কার্ড আনলক হওয়ার পর, আপনি UIDAI থেকে একটি কনফার্মেশন SMS পেলে বুঝবেন আপনার আধার কার্ড আনলক হয়ে গেছে।
সঙ্গে থাকুন ➥