LIC Policy: রেজিস্ট্রেশন ছাড়া এলআইসি পলিসি স্ট্যাটাস কিভাবে জানবেন, এই নম্বরে পাঠান SMS

Avatar

Published on:

How to Check LIC Policy Status Without Registration

২৯০ মিলিয়নেরও বেশি পলিসিধারীদের দৌলতে ‘লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া’ ওরফে LIC বর্তমানে ভারতের প্রাচীনতম বীমা কোম্পানিগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে। শুধু তাই নয় BFSI ক্যাটাগরিতে ‘সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড’ হিসাবেও আখ্যায়িত হয়েছে এই দেশীয় বীমা তথা বিনিয়োগ পরিষেবা প্রদানকারী সংস্থাটি। এক্ষেত্রে আপনিও যদি একটি LIC পলিসির মালিক হন, তাহলে সময় মতো প্রিমিয়াম পরিশোধ করা এবং পলিসিটি সক্রিয় রাখা অত্যন্ত জরুরি। ভাবছেন কিভাবে এইসকল বিষয় ট্র্যাক করবেন? তাহলে জানিয়ে রাখি, সংস্থাটি এখন অনলাইন পরিষেবাও অফার করছে। যার দরুন আপনি রেজিস্ট্রেশন ছাড়াই অনলাইনে পলিসির স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে যাদের মোবাইলে ইন্টারনেট অ্যাক্সেস নেই, তারা শুধুমাত্র একটি এসএমএস পাঠিয়েই সব কিছু জানতে পারবেন। আপনারা যারা LIC -এর নতুন পলিসি-হোল্ডার তারা আমাদের এই প্রতিবেদন থেকে কীভাবে অনলাইন ও অফলাইন মোডে পলিসির স্ট্যাটাস চেক এবং এনরোল করতে হয় তা জেনে নিতে পারেন।

রেজিস্ট্রেশন ছাড়াই এলআইসি পলিসি স্ট্যাটাস চেক করার পদ্ধতি (How to check LIC policy status without registration)

এলআইসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পলিসিধারীদের জন্য রেজিস্ট্রেশন ছাড়াই পলিসির স্থিতি বা স্ট্যাটাস চেক করার বিকল্প প্রদান করে। তবে এর জন্য আপনাদের কাছে এলআইসি পলিসির সাথে লিঙ্ক করা একটি মোবাইল নম্বর থাকা অবশ্যই দরকার। স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন –

১. আপনার ফোনের মেসেজিং অ্যাপ চালু করুন।

২. এরপর, কম্পোজ আইকনে ট্যাপ করুন৷

৩. এবার আপনার পলিসি নম্বর লিখুন – ASKLIC XXXXXX STAT এবং ৫৬৭৬৭৮৭৭ (56767877) নম্বরে পাঠান।

৪. এখন আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে, যেখানে এলআইসি পলিসির স্ট্যাটাস দেখা যাবে৷

আবারো মনে করিয়ে দিই, যে নম্বর ব্যবহার করে এসএমএস পাঠাবেন তা যেন আপনার এলআইসি পলিসির সাথে লিঙ্ক করা থাকে। অন্যথায়, আপনি একটি ত্রুটিযুক্ত মেসেজ রিসিভ করবেন। প্রসঙ্গত, এলআইসি তাদের বিভিন্ন প্রকারের পরিষেবার উপর ভিত্তি করে নানাবিধ ফর্ম্যাট এনেছে। তাই আপনি নির্বাচিত পরিষেবার উপর ভিত্তি করে নির্দিষ্ট কোড লিখতে পারেন, যার বিশদ নীচে দেওয়া ছবি থেকে জানতে পারেন –

নতুন ব্যবহারকারীরা এই ভাবে অনলাইনে চেক করুন LIC পলিসি স্ট্যাটাস

এলআইসি কাস্টমার পোর্টাল নতুন ব্যবহারকারীদের অনলাইনে রেজিস্টার করতে দেয় এবং তাদের স্ট্যাটাসের সর্বশেষ অবস্থা চেক করার অনুমতিও দেয়। ধাপগুলি নিম্নলিখিত –

১. প্রথমে এলআইসি কাস্টমার পোর্টালে যান৷

২. এবার ‘New user’ বিকল্পে ক্লিক করুন। যারপর একটি নতুন উইন্ডো ওপেন হবে।

৩. এখন, পোর্টালে নিজেকে রেজিস্টার করতে আপনার বর্তমান পলিসি নম্বর সহ সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করুন৷

৪. ফর্ম পূরণ হয়ে গেলে, অনুগ্রহ করে বিশদটি পুনরায় চেক করুন এবং ‘Proceed’ বাটনে ক্লিক করুন। যদি আপনি ভুল তথ্য এন্টার করেন, তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পাঁচ দিনের মধ্যে আপনার আবেদন মুছে ফেলবে।

৫. যাইহোক, এবার একটি নতুন ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড তৈরি করুন। আর ‘Submit’ বাটনে ক্লিক করুন।

৬. এমনটা করলেই আপনার নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যার পর আবার কাস্টমার পোর্টালে ফিরে যান এবং আপনার প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে লগ ইন করুন।

৭. এখন আপনি নিজের পলিসির স্ট্যাটাস চেক করতে পারবেন।

কিভাবে এলআইসি পলিসি অনলাইনে নথিভুক্ত / এনরোল করবেন (How to enroll LIC policy online)

১. এলআইসি ওয়েবসাইটের গিয়ে ‘কাস্টমার পোর্টাল’ ওপেন করুন৷

২. ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন৷

৩. একবার লগ ইন করা হয়ে গেলে, একটি পপ-আপ উইন্ডো স্ক্রিনে ভেসে উঠবে, যেখানে ‘আপনার কি এলআইসি পলিসি আছে’ (Do you have a LIC policy) জিজ্ঞেস করা হবে। এখানে ‘Yes’ বিকল্পে ক্লিক করুন।

৪. এবার একটি নতুন ট্যাব ওপেন হবে, যেখানে এলআইসি এনরোলমেন্ট ফর্ম দেখতে পাবেন।

৫. পলিসি এবং ব্যক্তিগত যাবতীয় তথ্য সঠিকভাবে ফর্মে লিখুন।

৬.ফর্ম ফিল করা হয়ে গেলে, ‘print’ বিকল্পে ট্যাপ করার মাধ্যমে ফর্মের প্রিন্ট আউট বের করে নিন।

৭. এখন, ফর্মটির প্রিন্ট আউট যেকোনো নিকটস্থ এলআইসি ব্রাঞ্চে জমা করে দিন।

৮. এলআইসি এবার এই ফর্ম যাচাই করবে এবং সব তথ্য সঠিক হলে আপনাকে একটি স্বীকৃতি (acknowledgement) পত্র পাঠাবে। এটা পাওয়ার পরই বুঝে যাবেন যে আপনার এলআইসি পলিসি নথিভুক্ত করা হয়ে গেছে।

এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন ছাড়াই কীভাবে এলআইসি পলিসি স্ট্যাটাস চেক করবেন (How to check LIC status through SMS)

ইন্টারনেট কানেকশন বা কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনারা ফোনে এলআইসি পলিসি স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনাকে নিজের এলআইসি পলিসি -তে প্রদত্ত রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে একটি এসএমএস পাঠাতে হবে। এক্ষেত্রে, মেসেজে শুধুমাত্র পলিসি নম্বর – ASKLIC XXXXXXXX STAT টাইপ করুন এবং ৯২২২৪৯২২২৪ (9222492224) অথবা ৫৬৭৬৮৭ (5676787) নম্বরে পাঠিয়ে দিন।

সঙ্গে থাকুন ➥