স্মার্টফোন চুরি বা হারিয়ে গেছে? এই সরকারি পোর্টাল থেকে পাবেন ট্র্যাকিং ও আরো নানা সুবিধা

Update: 2022-08-28 17:59 GMT

বর্তমানে যেভাবে স্মার্টফোন আমাদের ছায়া সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তাতে এক মুহূর্তও এটিকে ছেড়ে থাকার কথা আমরা ভাবতে পারিনা। ফলত কোনোভাবে যদি এই মুঠোফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সাধারণত এই দুর্ঘটনা ঘটলে শখের মুঠোফোন ফেরত পাওয়ার তেমন সম্ভাবনা থাকেনা, যদিও চেষ্টা করলে ফোনের সাথে থাকা ডেটা রিকভার করা যায়। সেক্ষেত্রে বলি যে, আপনার সাথেও ফোন খোয়া যাওয়ার মত ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনি নিজেই সেটির লোকেশন ট্র্যাক করতে বা সেটির অ্যাক্সেস ব্লক করতে পারবেন। হ্যাঁ, এই ইন্টারনেট নির্ভর যুগে এটাও সম্ভব! আসলে বেশিরভাগ সময়ের চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনের জন্য থানায় ডায়েরি বা FIR (এফআইআর) করলেও লাভ হয়না; বা কাজ হলেও অনেক দেরিতে হয়। এমত পরিস্থিতিতে 'Find My Device' অপশন ব্যবহার করে সেটিকে ট্র্যাক করা যায়। আবার ট্র্যাকিং সম্ভব না হলে, আপনি ভারত সরকারের CEIR (সিইআইআর) পোর্টালের মাধ্যমে নিজেই ব্লক করতে পারবেন খোয়া যাওয়া স্মার্টফোন।

CEIR কী?

সিইআইআর পোর্টালের সুবিধা কীভাবে কাজে লাগানো যায়, সেটাই আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। তবে তার আগে এই পোর্টাল সম্পর্কে কয়েকটা কথা জেনে নেওয়া আবশ্যক। এক্ষেত্রে বলি, সিইআইআরের পুরো নাম হল সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। টেলিযোগাযোগ বিভাগ নকল মোবাইল ফোনের রমরমা কমাতে এটি তৈরি করেছে। এই ওয়েবসাইটটি আপনাকে হারানো ফোন সম্পর্কে অভিযোগ রেজিস্টার করতে এবং সেটির অবস্থান ট্র্যাক করতে সহায়তা করে৷ সবচেয়ে বড় ব্যাপার হল, বেহাত হওয়া ডিভাইসের সিম পরিবর্তন করা হলেও এটি আপনার স্মার্টফোনের অ্যাক্সেস ব্লক করতে সাহায্য করে।

কীভাবে CEIR পোর্টালের মাধ্যমে খোয়া যাওয়া স্মার্টফোন ব্লক করবেন?

আপনি যদি আপনার ফোন হারিয়ে ফেলে থাকেন, তাহলে সিইআইআর ওয়েবসাইটের 'ব্লক' (Block) অপশনটি ব্যবহার করুন। এক্ষেত্রে অপশনটি নির্বাচন করলে সাইটে একটি ফর্ম খুলবে যেখানে আপনার মোবাইল নম্বর, আইএমইআই (IMEI) নম্বর, মডেল এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ জিজ্ঞাসা করা হবে। তবে এই ফর্ম সাবমিট করার জন্য খোয়া যাওয়া ফোনের এফআইআর নম্বর প্রয়োজন হবে (মানে এই ওয়েবসাইট ব্যবহার করার আগে আপনাকে পুলিশের কাছে অভিযোগ জানাতেই হবে)। এই গোটা প্রক্রিয়ার পর আপনার ফোন খেলনা হয়ে যাবে, ফলে কেউ চাইলেও সেটি ব্যবহার করতে পারবে না। আর, পরে যদি আপনি ফোনটি খুঁজে পান তাহলে এটি ব্যবহার করতে 'আনব্লক' (Unblock) বিকল্পটি কার্যত একইভাবে কাজে লাগাতে পারেন।

এত গেল আপনার হাত থেকে চুরি বা হারিয়ে যাওয়া স্মার্টফোনের অ্যাক্সেস ব্লক করার কথা। এছাড়াও আপনি যদি কোনো পুরনো বা সেকেন্ড-হ্যান্ড ফোন কিনে থাকেন, তাহলে কিন্তু এই সরকারি ওয়েবসাইট থেকেই আপনি চেক করতে পারবেন এটি চুরির জিনিস কিনা। এর জন্য প্রথমে আপনাকে Google Play Store (গুগল প্লে স্টোর) বা Apple App Store (অ্যাপল অ্যাপ স্টোর) থেকে KYM অ্যাপ ডাউনলোড করতে হবে এবং IMEI নম্বর ব্যবহার করে ১৪৪২২ নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে।

Tags:    

Similar News