Maruti-র বাজার খেতে নতুন প্রযুক্তির গাড়ি আনল Tata, অত্যাধুনিক ফিচার্সে দেবে টেক্কা

পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বাজারে সাময়িক স্বস্তি দিতে পারে প্রাকৃতিক গ্যাস অর্থাৎ সিএনজি চালিত গাড়ি। বর্তমানে মারুতি সুজুকির হাতে সবচেয়ে বেশি সিএনজি মডেল থাকলেও টাটা মোটরস কিন্তু রয়েছে দ্বিতীয় স্থানে। সিএনজি গাড়ির অন্যতম বড় সমস্যা কম বুট স্পেস। এর সমাধান খুঁজতে অবশ্য টাটা মোটরস নিয়ে এসেছে টুইন সিলিন্ডার প্রযুক্তি। Altroz CNG-র পর এবার Tiago এবং Tigor এর সিএনজি ভার্সনও টুইন সিলিন্ডার টেক দিয়ে আপডেট করা হয়েছে।

Tata Tiago ও Tigor iCNG পেল নতুন আপডেট

টাটা তাদের সিএনজি ট্যাংক গাড়িতে এমন ভাবে রেখেছে যাতে বুট স্পেসের জায়গার অপচয় না করে তার বাস্তবিক সঠিক ব্যবহার হয়। ৭০ লিটারের এই টুইন সিলিন্ডারগুলি গাড়ির বুট স্পেসে স্পেয়ার হুইলের জায়গায় স্থাপন করা হয়েছে। ফলস্বরূপ গাড়িতে সুটকেস এবং ব্যাগ রাখার জন্য পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য জায়গা তৈরি হয়। এক্ষেত্রে স্পেয়ার হুইলকে কিন্তু কেবিনের তলার অংশে স্থানান্তরিত করা হয়েছে।

সিএনজি টুইন সিলেন্ডার লঞ্চ প্রসঙ্গে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেইকেল এর মার্কেটিং এর প্রধান মিস্টার বিনয় পান্থ বলেন, “Altroz iCNG এর সাথে আমাদের সফলতাকে ভবিষ্যতে আরও দৃঢ় করতে এবং সিএনজি সেগমেন্টের ব্যবহারিক প্রয়োগ চিরস্থায়ী করতে পেরে আমরা অনেক উৎসাহিত। সাফল্যের এই ধারাকে এগিয়ে নেওয়ার জন্যই একসাথে Tiago, Tigor, এবং সাব-কম্প্যাক্ট এসইউভি Tata punch এর টুইন সিলিন্ডার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছি আমরা। আমি বিশ্বাসের সাথে বলতে পারি এদেশে সিএনজির ব্যবহার আরো শক্তিশালী করতে আমাদের টুইন সিলিন্ডার সিএনজি প্রোডাক্ট বিশেষ ভূমিকা পালন করবে।”

Tata Tiago ও Tigor iCNG-তে শক্তি ভান্ডার হিসাবে ব্যবহৃত হয়েছে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন। সিএনজি সংস্করণটিতে ইঞ্জিনটি সর্বোচ্চ ৭৬ বিএইচপি শক্তি এবং ৯৭ এনএম টর্ক উৎপাদন করতে পারে। সঙ্গে রয়েছে পাঁচ ধাপযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স। Maruti Suzuki Celerio, Maruti Suzuki Dzire, Hyundai Aura এদের সাথে তুলনা করলে Tigor ও Tiago সিএনজি সংস্করণগুলি পর্যাপ্ত অত্যাধুনিক বৈশিষ্ট্যের সমৃদ্ধ।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতেই Tata Tiago এবং Tigor এর সিএনজি ভার্সন প্রথম আত্মপ্রকাশ করে। নতুন সংস্করণগুলি আবার ব্যবহারিক দিক থেকে অনেক এগিয়ে। টাটার দাবি লঞ্চ হওয়ার পর থেকে ৫০,০০০ এর বেশি সিএনজি মডেল বিক্রি করেছে তারা। ফলে এই মুহূর্তে ভারতের সিএনজি গাড়ি বাজারের ১৬% অংশীদারিত্ব টাটা মোটরস এর হাতে।

Tata Tiago সিএনজি এর নতুন ভার্সন ৬.৫৫ লাখ টাকা (এক্স শোরুম মূল্য) থেকে কিনতে পাওয়া যাবে। এর টপ ভ্যারিয়েন্ট- XZ NRG এর দাম পড়বে ৮.১০ লাখ টাকা। এছাড়াও Tigor টুইন সিলিন্ডার সিএনজি ভার্সনের এক্স শোরুম মূল্য ৭.১০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮.৯৫ লাখ টাকা পর্যন্ত গিয়েছে।