আরও বিক্রি কমলো Xiaomi স্মার্টফোনের, Apple-কে হারিয়ে ফের শীর্ষে Samsung

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে স্মার্টফোনের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১২% কমেছে। অবশ্য, বছরের প্রতিটি সময়কাল একই নয়, তাই প্রায় ১০ শতাংশের হেরফের বেশ স্বাভাবিক

স্মার্টফোন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে হরদমই প্রতিযোগিতা চলছে। অ্যাপল (Apple), স্যামসাং (Samsung), শাওমি (Xiaomi), ওপ্পো (Oppo) এবং ভিভো (Vivo)-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি বাজারে আধিপত্যের জন্য লড়াই করছে। ক্যানালিস (Canalys) নামের সংস্থাটি এই সমস্ত কোম্পানির গতিবিধি এবং বিক্রয় নিরীক্ষণ করে বছরের বিভিন্ন সময়ে রিপোর্ট প্রকাশ করে থাকে। সম্প্রতি, এই সংস্থাটি চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের হালহকিকত তাদের প্রাথমিক রিপোর্টে প্রকাশ করেছে। আসুন বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতাদের জন্য ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকটি কেমন ছিল, দেখে নেওয়া যাক।

এবছরের প্রথম ত্রৈমাসিকেই স্মার্টফোনের বাজারে ১২% পতন হয়েছে

এটা অস্বীকার করা যায় না যে, স্মার্টফোন মার্কেটে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, কিন্তু বিক্রির ক্ষেত্রে একই কথা বলা সম্ভব নয়। ক্যানালিসের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে স্মার্টফোনের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১২% কমেছে। অবশ্য, বছরের প্রতিটি সময়কাল একই নয়, তাই প্রায় ১০ শতাংশের হেরফের বেশ স্বাভাবিক। তবে, এন্ট্রি-লেভেল ফোন থেকে শুরু করে সকল স্তরের হ্যান্ডসেটের ক্রমবর্ধমান পারফরম্যান্সের উন্নতির দিকটি বিবেচনা করে, এটা বলা যায় যে ব্যবহারকারীরা তাদের ডিভাইসগুলি ঘন ঘন পরিবর্তন করতে আগ্রহী হচ্ছেন না।

তবে, নিঃসন্দেহে ক্যানালিসের রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল পুনরায় বাজারে নেতৃত্বের পরিবর্তন। অ্যাপল গত ত্রৈমাসিকে iPhone 14 সিরিজের সাথে সর্বোচ্চ বাজার শেয়ার নিয়ে শীর্ষে ছিল, তবে এই ত্রৈমাসিকে স্যামসাং প্রথম স্থানটি আবারও দখল করে নিয়েছে। এই পরিবর্তনের প্রধান কারণ ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজের লঞ্চ এবং সেইসাথে iPhone 14-কে নিয়ে গ্রাহকদের আগের উন্মাদনা হারানো। তবে, এই পরিবর্তনটি খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ স্যামসাং ইতিমধ্যেই মোট বিক্রয়ের ক্ষেত্রে বিশ্বব্যাপী বাজারে শীর্ষ স্থানেই রয়েছে। আর, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি কম মার্জিনের, সাশ্রয়ী মূল্যের মডেলগুলির সাথেই এই পরিমাণ সাফল্য অর্জন করেছে। সুতরাং, যদি লভ্যাংশ সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে নিঃসন্দেহে অ্যাপলই শীর্ষে থাকবে।

এদিকে, স্যামসাং ও অ্যাপলের পর শাওমি ১১% মার্কেট শেয়ার নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যদিও, কোম্পানিটি গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান বজায় রাখতে পেরেছে, তবে গত বছরের তুলনায় তারা ২% মোট ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। মুদ্রাস্ফীতি এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটও এই পতনে ভূমিকা রেখেছে। আর চীনা ব্র্যান্ডটি প্রায়শই তাদের মূল্য নীতির জন্য এবং পূর্বের মতো দাম অফার না করার জন্য অনুরাগীদের কাছে সমালোচিত হয়। তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানটি যথাক্রমে ওপ্পো (Oppo) এবং ভিভো (Vivo) দখল করে রেখেছে।