New Test Ranking: থামতে নারাজ যশস্বী, অন্যদিকে না‌ খেলেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন কোহলি

সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে খুব ভালো পারফরমেন্স করায় আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে উঠে এলেন যশস্বী জয়সওয়াল।

আজ প্রকাশিত হল নতুন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং (ICC Test Ranking)। যেখানে দেখা যাচ্ছে, নিজের টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন তরুণ ভারতীয় তারকা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে (India vs England Test Series) খুব ভালো পারফরমেন্স করায় দশম স্থানে উঠে এলেন যশস্বী।

চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজ শুরুর আগে যশস্বীর টেস্ট র‍্যাঙ্কিং ছিল ৬৯। সেখান থেকে ব্যাক টু ব্যাক দুটি ডবল সেঞ্চুরি করায় রাজকোটের টেস্ট শেষ হতেই ১২ নম্বর স্থানে উঠে আসে যশস্বী। এরপর রাঁচিতে চতুর্থ টেস্টেও যথারীতি ভালো পারফরমেন্স করায় ১২ থেকে এগিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে উঠে আসেন তিনি। এছাড়া ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) দুটি ধাপ এগিয়ে ১১ তম স্থানে উঠে আসেন।

নতুন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে আবারও অষ্টম স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি সিরিজে না খেললেও ৭৪৪ পয়েন্টের সাথে অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তার থেকে মাত্র ১৭ পয়েন্ট কম নিয়ে ৭২৭ পয়েন্টের সাথে দশম স্থানে রয়েছেন যশস্বী। পঞ্চম টেস্টের পর র‍্যাঙ্কিংয়ে আরও বদল হতে পারে৷ এছাড়া ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি করায় তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসেন জো রুট (Joe Root)। তৃতীয় স্থানে নেমে যান অজি তারকা স্টিভ স্মিথ (Steve Smith)। অন্যদিকে ৮৭০ পয়েন্টের সাথে প্রথম স্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)।

ব্যাটিং তালিকায় এতগুলি পরিবর্তন হলেও, নতুন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের বিচারে বোলিং এবং অলরাউন্ডারের তালিকায় খুব একটা পরিবর্তন হয়নি। বোলিং তালিকায় অজি অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। এছাড়া রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) পিছনে ফেলে ৬ নম্বর স্থানে উঠে আসেন ন্যাথান লায়ন (Nathan Lyon)। জেমস অ্যান্ডারসনও (James Anderson) একধাপ এগিয়ে ৯ নম্বর স্থানে উঠে এসেছেন।