5000 টাকা সস্তায় OnePlus এর জনপ্রিয় 5G ফোন, সাথে রয়েছে 30600 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার

OnePlus 10T 5G ফোনের উপর ২৫,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও মিলছে। ফুল এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়ে গেলে ফ্ল্যাগশিপ ডিভাইসটি ৩০,৬০০ টাকা সস্তায় আপনার হতে পারে

ওয়ানপ্লাসের জনপ্রিয় স্মার্টফোন OnePlus 10T 5G ফের আকর্ষণীয় অফারের সাথে পাওয়া যাচ্ছে। ১২ জিবি র ্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা এই ফোনটির দাম ৫৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এখন আপনি ৫,০০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্টে এটি কিনতে পারবেন। এই ডিসকাউন্ট পেতে আপনাকে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়া OnePlus 10T 5G ফোনের উপর ২৫,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও মিলছে। ফুল এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়ে গেলে ফ্ল্যাগশিপ ডিভাইসটি ৩০,৬০০ টাকা সস্তায় আপনার হতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের ব্র্যান্ড ও অবস্থার উপর নির্ভর করবে।

OnePlus 10T 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটসহ ৬.৭ ইঞ্চি এইচডি+ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস।

এই ৫জি ফোনে আপনি পাবেন স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। ফটোগ্রাফির জন্য এর পিছনে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। একই সঙ্গে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস ১০টি ৫জি ৪৮০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক লেটেস্ট অক্সিজেনওএস কাস্টম স্কিনে চলে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়েল সিম, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক প্রভৃতি।