Celling Fan: এই গরমে ব্যাপক সস্তায় মিলছে 5 Star ফ্যান, কিনলে হবে বিদ্যুৎ সাশ্রয়ও

বৈশাখ মাস আসার আগে থেকেই গরমের দাবদাহে এখন জীবন জেরবার হয়ে যাচ্ছে – বাইরে বেরোলে তো দমবন্ধকর দশা হচ্ছেই, পাশাপাশি বাড়িতেও গলদঘর্ম অবস্থা থেকে খুব একটা রেহাই মিলছে না। এমতাবস্থায় বাড়িতে শান্তি (পড়ুন শীতলতা) পেতে অনেকেই এসি, এয়ার কুলার জাতীয় অ্যাপ্লায়েন্স কিনছেন; কিন্তু যাদের বাজেট নেই, তারা ফ্যানের ওপরেই ভরসা রাখছেন। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে একটি নতুন সিলিং ফ্যান কিনে ঘরের প্রতিটি কোণে বাতাস পেতে চান, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে রয়েছে কিছু সেরা বিকল্পের সন্ধান। হ্যাঁ, আজ আমরা যে ফ্যানগুলির কথা বলব সেগুলি ৫ স্টার রেটিংপ্রাপ্ত এবং বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষমতাসম্পন্ন। আর তাছাড়া সুবিধাজনক ব্যাপার হল যে এই সিলিং ফ্যানগুলি বর্তমানে Amazon Blockbuster Value Day সেল চলাকালীন অত্যন্ত সস্তায় কেনা যাবে। তো আসুন এখন দেখে নিই তালিকা।

Amazon Sale: এবারের গ্রীষ্মে সস্তায় কিনতে পারেন এই ৫টি ফ্যান

১. Usha 1200MM Ultra High Speed Ceiling Fan: এটি একটি হাইস্পিড সিলিং ফ্যান যা কম ভোল্টেজেও ভালো শীতলতা দেয়। এতে তিনটি ব্লেড রয়েছে যার সাহায্যে ঘরের প্রতিটি কোণে বাতাস পাওয়া যাবে। আবার এর কপার মোটর সহজে নষ্ট হবেনা। শুধু তাই নয়, এতে মিলবে রিমোট কন্ট্রোলের সুবিধাও।

আপনার বাজেট কম হলে এই সিলিং ফ্যানটি কিনতে পারেন। এর দাম এমনিতে ১,৭৫০ টাকা, তবে অ্যামাজন ইন্ডিয়া থেকে এখন এটি ১৬০৮ টাকায় কেনা যাবে।

২. Havells 1200mm Glaze BLDC Ceiling Fan: এটি বিএলডিসি (BLDC) ইনভার্টার প্রযুক্তিযুক্ত একটি স্মার্ট সিলিং ফ্যান যাতে স্লিপ টাইমার ফাংশন, দীর্ঘস্থায়ী কপার মোটর, ৩০ ওয়াট পাওয়ার কনজাম্পশন ইত্যাদি ফিচার রয়েছে।

এই ৫ স্টার রেটিংযুক্ত ফ্যানটি ২,৬৯৯ টাকায় খরিদ করা যাবে, এর আসল দাম ৪,৫১০ টাকা।

৩. Havells 5 Star Decorative BLDC Ceiling Fan: এই গোল্ডেন মিস্ট উড কালারের সিলিং ফ্যানটি ২৫৫ সিএমএম (CMM)-এ এয়ার ডেলিভারি করে এবং এতে ডাবল বল বিয়ারিং, প্রশস্ত ব্লেড, ১০০% তামার তার ইত্যাদি রয়েছে। এই ফ্যানটি দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়।

আগ্রহীরা এটি ৫,৮৮০ টাকার পরিবর্তে ৩,২৯৯ টাকায় কিনতে পারবেন।

৪. Orient BLDC Energy Saving Ceiling Fan with Remote: আপনি যদি শীতলতার পাশাপাশি বাড়ির অভ্যন্তরটিকে আধুনিক করতে চান, তাহলে এই অনলাইন সিলিং ফ্যানটি বেছে নিতে পারেন। এটি ৩৭০ আরপিএম স্পিডে চলে এবং ৫০ শতাংশ পর্যন্ত শক্তি সাশ্রয় করে। এছাড়াও ৫ স্টার রেটেড সিলিং ফ্যানটি হাইস্পিডে বাড়ির চারপাশে হাওয়া দেয়।

এই ফ্যানের দাম ৫,২৩৫ টাকা, তবে সেলে এটি কিনতে চাইলে ৩,৪০৯ টাকা খরচ হবে।

৫. Atomberg BLDC Motor 5 Star Rated Ceiling Fans: ৬৫% পর্যন্ত শক্তি সঞ্চয়কারী এই ফ্যানটি ২০ ফুট পর্যন্ত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এর রিমোটে বুস্ট মোড, টাইমার মোড, স্লিপ মোড এবং এলইডি লাইটের বিকল্প রয়েছে।

এই ফ্যানটি কিনতে ২,৯৯৯ টাকা খরচ হবে, অন্য সময় এর দাম পড়বে ৪,৩৪৯ টাকা।